বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Vote)। হাতে মাত্র কয়েকদিন। ভোটের নিঘন্ট এখনও প্রকাশ না হলেও বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্প্রতি ভোটের জন্য দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (Centre) চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। আর সেই চিঠি সামনে আসতেই চক্ষু চড়কগাছ। দেখা যাচ্ছে, লোকসভা ভোটে সারা দেশে বাংলার জন্যই সবচেয়ে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন! যা অনেক পিছনে ফেলেছে জম্মু ও কাশ্মীরকেও।
কেন্দ্রকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভাবে ভোট করানোর জন্য তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে। ওদিকে বাংলার পরই রয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানে নির্বাচন করানোর জন্য চাওয়া হয়েছে ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যোগী রাজ্য উত্তরপ্রদেশের জন্য ২৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। মণিপুর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য গুজরাতের জন্য ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন।
উল্লেখ্য, গত লোকসভায় রাজ্যে মোতায়েন করা হয়েছিল ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।এবারে সেই সংখ্যাটা এক লাফে অনেকটাই বৃদ্ধি করতে চাইছে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তবে এখনও এই বিষয়ে কিছু বলতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন, সেই বিষয়ে সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতামত জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আধিকারিকদের জমা করা রিপোর্টের ভিত্তিতেই এই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে। আর তাতেই পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। আর গোটা দেশে সুষ্ঠভাবে নির্বাচন করাতে অন্তত ৩ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে চাইছে কমিশন।
আরও পড়ুন: লাগামছাড়া বৃষ্টি! আজ ভয়ঙ্কর দশা হবে দক্ষিণবঙ্গের ১০জেলায়, জারি অ্যালার্ট: আবহাওয়ার খবর
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বাংলায়। বিরোধীদের দাবি মেনে বিধানসভা নির্বাচনে মোতায়েন ছিল ১০০০ এর বেশি কেন্দ্রীয় বাহিনী। এমনকী বিরোধীদের দাবীকে প্রাধান্য দিয়েই পঞ্চায়েত ভোট পর্যন্ত করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যে অন্তত ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছিল। তবে এই কোনও ক্ষেত্রেই হিংসার ঘটনা থামানো যায়নি রাজ্যে। বিশেষজ্ঞ মহলের মতে আসন্ন লোকসভায় যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই বাংলার জন্য এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে।
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?