কয়লা পাচার কান্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রদের কত কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, জানাল ইডি

বাংলাহান্ট ডেস্কঃ কয়লা কাণ্ডের প্রধান মাথা অর্থাৎ যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক বিনয় মিশ্র (binay mishra) এখনও ফেরার। বিনয় মিশ্রের নামে রেড কর্ণার নোটিশ জারি করেছে সিবিআই। ইতিমধ্যেই এই কাণ্ডে বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেফতারও করেছে সিবিআই। তবে শারীরিক অসুস্থতার কারণে বিকাশ বর্তমানে প্যারোলে রয়েছে।

বিনয় মিশ্রের ভাইয়ের পাশাপাশি তাঁদের আত্মীয় পুলিশ আধিকারিক অশোক মিশ্রও বর্তমানে হেফাজতে রয়েছেন। অন্যদিকে পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি আত্মসম্পর্ণ করলেও, নিখোঁজ রয়েছেন গণেশ বাগাড়িয়ার। তবে গোয়েন্দারা জানতে পেরেছেন, দুবাইয়ে গাঢাকা দিয়েছে গণেশ।

binay mishra

তবে এই ঘটনায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রের কোটি কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। বিগত কয়েকমাস ধরেই কয়লা পাচার কান্ড নিয়ে তোলপাড়ের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বাজেয়াপ্ত করা বিনয় মিশ্রদের মোট সম্পত্তির হিসেব দিল ইডি।

ইডি জানিয়েছে, তদন্তে নেমে জানা গিয়েছে বিনয় মিশ্রদের মোট সম্পত্তির পরিমাণ ১৩৫২ কোটি টাকা। তবে ইতিমধ্যেই ১৭১.৮৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বিনয় মিশ্রদের সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করা হবে। তবে জানা গিয়েছে, বর্তমান সময়ে প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্রে নাগরিকত্ব নিয়ে গাঢাকা দিয়েছেন বিনয় মিশ্র।


Smita Hari

সম্পর্কিত খবর