হু হু করে কমছে সংখ্যা! পাকিস্তানে রয়েছে আর কতগুলি হিন্দু মন্দির? জানলে হবে দুঃখ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমশ আক্রমণ চলছে ঠিক সেই রকমই ভারতের আরেক পড়শি দেশ পাকিস্তানেও (Pakistan) হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রায়শই “টার্গেট” করা হয়। সোজাভাবে বলতে গেলে, এই বিষয়টি পাকিস্তানে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, আপনি কি জানেন যে, দেশ ভাগ হয়ে পাকিস্তান একটি পৃথক ইসলামিক দেশ হওয়ার সময়ে সেখানে কত হিন্দু মন্দির ছিল? অনেকেরই এই উত্তর অজানা। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

পাকিস্তানে (Pakistan) রয়েছে কতগুলি হিন্দু মন্দির?

পাকিস্তানে মন্দিরগুলি হামলার সম্মুখীন হয়: ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে (Pakistan) প্রায়শই সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা এবং তাঁদের হত্যা করার পাশাপাশি তাঁদের ধর্মীয় স্থানে হামলা চালানো হয়। পাকিস্তানের মৌলবাদীরা মাঝেমধ্যেই হিন্দু মন্দিরগুলিকে “টার্গেট” করে সেগুলিকে ভেঙে ফেলার চেষ্টা করে। অনেক সময় এই ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যেখানে দেখা যায় মৌলবাদীরা হিন্দু মন্দির ও দেব-দেবীর ছবি ধ্বংস করে দিচ্ছে।

How many Hindu temples are there in Pakistan.

পাকিস্তানে ক’টি মন্দির রয়েছে: এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পাকিস্তানে (Pakistan) বর্তমান সময়ে কয়টি মন্দির আছে? তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্বাধীনতার সময়ে পাকিস্তানের বিভিন্ন অংশে প্রচুর মন্দির ছিল। কিন্তু বর্তমানে পাকিস্তানে মন্দিরের সংখ্যা অত্যন্ত কম। কারণ স্বাধীনতার পর থেকে পাকিস্তানে মন্দির ভেঙে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, মৌলবাদীরা বহু মন্দির ধ্বংসও করেছে।

আরও পড়ুন: আম্বানির এই একটা চালেই ঘোর সঙ্কটে BSNL, আচমকাই কমছে গ্রাহক সংখ্যা! বাজিমাত করল Jio

পাকিস্তানের স্বাধীনতার এত বছর পরেও মন্দির ভাঙা ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনা সামনে আসছে। আজও সেখানে হিন্দু পরিবারগুলি শুধু বাধ্য হয়েই বসবাস করছে। পাকিস্তান (Pakistan) হিন্দু রাইটস মুভমেন্ট অনুসারে, ১৯৪৭ সালে যখন দেশভাগ হয়েছিল, তখন পাকিস্তানের অংশে ৪২৮ টি মন্দির ছিল। কিন্তু ১৯৯০-এর দশকে, সেখানকার ৪০৮ টি মন্দিরকে রেস্তোরাঁ, হোটেল, সরকারি স্কুল বা মাদ্রাসায় রূপান্তরিত করা হয়।

আরও পড়ুন: সবাইকে চমকে দিলেন রিঙ্কু! হয়ে গেলেন অধিনায়ক, বছর শেষে পেলেন বিরাট দায়িত্ব

বর্তমানে শুধুমাত্র এতগুলি হিন্দু মন্দির অবশিষ্ট রয়েছে: স্থানীয় লোকজনের মতে, দারা ইসমাইল খান পাকিস্তানের কালীবাড়ি মন্দিরের জায়গায় তাজমহল হোটেল তৈরি করেছেন। পাখতুনখোয়ার বান্নু জেলায়, একটি হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে এবং সেখানে একটি মিষ্টির দোকান খোলা হয়েছে। অপরদিকে, কোহাটের শিব মন্দিরে একটি স্কুল পরিচালিত হচ্ছে। তথ্য অনুযায়ী, পাকিস্তানে (Pakistan) এখন মাত্র ২২ টি হিন্দু মন্দির অবশিষ্ট রয়েছে। পাকিস্তানের সিন্ধু অঞ্চলে সর্বাধিক ১১ টি মন্দির রয়েছে। এছাড়া পাঞ্জাবে ৪ টি, পাখতুনখোয়ায় ৪ টি এবং বেলুচিস্তানে ৩ টি মন্দির রয়েছে। ওই মন্দিরগুলির আশেপাশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সেখানে নিয়মিত পুজো করেন ও মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করে থাকেন। জানিয়ে রাখি যে, পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর হামলা এখনও অব্যাহত রয়েছে এবং তাঁদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X