বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে (India National Cricket Team)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্পন্ন হওয়া এই ম্যাচে নিউজিল্যান্ড দল একতরফাভাবে জিতেছে। শুধু তাই নয়, এর মাধ্যমে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়ল নিউজিল্যান্ড। সেই সঙ্গে এই পরাজয়ের জেরে যথেষ্ট প্রভাবিত হয়েছে টিম ইন্ডিয়াও। মূলত, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট ক্ষতির মুখে পড়েছে ভারতীয় দল। যার ফলে ফাইনালে ওঠার পথও কঠিন হয়ে পড়েছে।
WTC-র ফাইনালে পৌঁছতে ভারতকে (India National Cricket Team) জিততে হবে এতগুলি ম্যাচ:
WTC পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়ার ক্ষতি: জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শুরুর আগে, ভারতীয় দল (India National Cricket Team) WTC-র পয়েন্ট টেবিলে ৭৪.২৪ জয়ের শতাংশ নিয়ে শীর্ষে ছিল। কিন্তু, এই পরাজয়ের পর বড় ধাক্কা খেয়েছেন টিম ইন্ডিয়া। এখন ভারতীয় দলের জয়ের শতাংশ কমে হয়েছে ৬৮.০৬।
উল্লেখ্য যে, এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড। যেটি ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত চলবে। এই তৃতীয় চক্রে, টিম ইন্ডিয়া (India National Cricket Team) এখনও পর্যন্ত ১২ টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৮ টি ম্যাচে জিতেছে এবং ৩ টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে ড্র হয়েছে ১ টি ম্যাচ। এদিকে, এই তালিকায় ৬২.৫০ জয়ের শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের কপাল খুলল ১১ টাকার এই শেয়ার! ১ বছরে মিলল ৫০০ শতাংশেরও বেশি রিটার্ন
ফাইনালে উঠতে হলে ক’টি ম্যাচ জিততে হবে: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) এখনও ৭ টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে ২ টি ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অপরদিকে, ৫ টি টেস্ট ম্যাচে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অন্তত ৫ টি ম্যাচ জিততে হবে। তবে, ৪ টি ম্যাচ জিতল ভারতকে অন্য দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করতে হতে পারে। অর্থাৎ, ফাইনালে ওঠার পথ এখন কঠিন হয়ে পড়েছে টিম ইন্ডিয়ার জন্য। এমতাবস্থায়, শুধুমাত্র বর্ডার-গাভাস্কার ট্রফিতে জয়ই ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যেতে পারে।
আরও পড়ুন: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হার! অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে হেরেছে ভারত: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া (India National Cricket Team)। কিন্তু, প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ রান করে। তবে, টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৪৬২ রান করে। এমন পরিস্থিতিতে এই ম্যাচে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ১০৭ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে এই টার্গেট পূরণ করে এবং ৩৬ বছর পর ভারতে টেস্ট ম্যাচ জিতে যায়।