বন্দে ভারতে সফর করেছেন কতজন? রিপোর্ট কার্ড সামনে আনলেন স্বয়ং প্রধানমন্ত্রী, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) এখনও পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যান সামনে এনেছেন। অর্থাৎ, সোজা কথায় বন্দে ভারতের রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী এটাও বলেন যে, এর আগে ভারতীয় রেলের আধুনিকীকরণে যেভাবে খুব বেশি মনোযোগ দেওয়া হয়নি তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার রেলের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন নিয়ে এসেছে।

এছাড়াও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আরও ৯ টি নতুন বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখিয়েছেন। মূলত, এই নয়টি ট্রেন মোট ১১ টি রাজ্য জুড়ে চলাচল করবে। সেগুলি হল রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট।

বন্দে ভারত ট্রেনে সফর করেছেন ১.১১ কোটি মানুষ: প্রধানমন্ত্রী বলেন, বন্দে ভারত ট্রেন যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এখনও পর্যন্ত ১.১১ কোটি মানুষ বন্দে ভারত ট্রেনে চড়েছেন। এতদিন ২৫ টি বন্দে ভারত ট্রেন চলছিল। তবে, এবার আরও ৯ টি ট্রেন যুক্ত হল। এছাড়াও, প্ৰধানমন্ত্রী আশাবাদী যে, সেই দিন বেশি দূরে নয় যেদিন বন্দে ভারত ট্রেন দেশের সমস্ত অংশকে সংযুক্ত করবে।

তিনি বলেন, “ভারতীয় রেল দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের কাছে সবচেয়ে বিশ্বস্ত কো-প্যাসেঞ্জার। একদিনে রেলপথে যাতায়াতকারী মানুষের সংখ্যা অনেক দেশের জনসংখ্যার চেয়ে বেশি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে রেলের আধুনিকীকরণে আগে তেমন নজর দেওয়া হয়নি। কিন্তু এখন আমাদের সরকার ভারতীয় রেলের পরিকাঠামোর জন্য কাজ করছে।”

আরও পড়ুন: ফের কড়া অ্যাকশন RBI-এর! এবার শাস্তির মুখে পড়ল SBI সহ আরও ২ ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো?

প্রধানমন্ত্রী মোদী আরও জানান যে, সমস্ত ভারতীয় নতুন ভারতের অর্জনে গর্বিত। চন্দ্রযান-৩-এর সাফল্যে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। G20 শীর্ষ সম্মেলনের সাফল্য বিশ্বকে নিশ্চিত করেছে যে ভারতের গণতন্ত্র, জনসংখ্যা এবং বৈচিত্র্যের শক্তি রয়েছে। “বিশ্ব আমাদের নারী-নেতৃত্বাধীন উন্নয়নের প্রশংসা করেছে এবং এই দৃষ্টিভঙ্গিকে আরও এগিয়ে নিতে, সরকার নারী শক্তি বন্দন অধিনিয়ম নিয়ে এসেছে” বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ভুলে যান চাকরির চিন্তা! এবার বাড়িতে বসেই প্রতি মাসে ৯০,০০০ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে SBI

এই ৯ টি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে:
১. উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস
২. তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস
৩. হায়দ্রাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস
৪.বিজয়ওয়াড়া-চেন্নাই (ভায়া রেনিগুন্টা) বন্দে ভারত এক্সপ্রেস

How many people have traveled on Vande Bharat Train

৫. পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
৬. কাসারগোড-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস
৭. রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
৮. রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
৯. জামনগর-আমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর