মুখটাই বিগড়ে গিয়েছে, ফের ট্রোলড মৌনি, কতবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে সর্বক্ষণ চলতে থাকে প্রতিযোগিতা। তাই নিজেকে চর্চার কেন্দ্রের ধরে রাখতে যেকোনো সীমা অতিক্রম করতে রাজি থাকেন অভিনেতা অভিনেত্রীরা। গ্ল্যামার ধরে রাখতে, ত্রুটি ঢাকতে প্লাস্টিক সার্জারি এখন জলভাত হয়ে গিয়েছে তারকাদের কাছে। আর এ প্রসঙ্গে মৌনি রায়ের (Mouni Roy) নাম উঠবে না তা হতেই পারে না। কোচবিহারের বাঙালি মেয়ে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রাখেন। নিজের কেরিয়ারে একটা লম্বা পথ অতিক্রম করার সঙ্গে সঙ্গে বেশ কিছু বদলও এসেছে তাঁর মধ্যে।

ফের প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রোলড মৌনি (Mouni Roy)

মৌনির কেরিয়ারের শুরুর দিককার ছবি এবং এখনকার ছবির মধ্যে কার্যত আকাশ পাতাল ফারাক। বহুবার বহু মানুষ দাবি করেছেন, প্লাস্টিক সার্জারি করেই নিজেকে বদলেছেন মৌনি (Mouni Roy)। এমনকি একবার নয়, একাধিক প্লাস্টিক সার্জারি তিনি করেছেন বলেই মনে করা হয়। সম্প্রতি আবারও একবার সার্জারি করার অভিযোগ উঠেছে মৌনির (Mouni Roy) বিরুদ্ধে।

How many plastic surgeries did mouni roy have

আবারও নিজেকে বদলেছেন অভিনেত্রী: সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘দ্য ভূতনি’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন মৌনি (Mouni Roy)। সেখানেই তাঁকে দেখে খটকা লাগে অনেকের। নতুন করে বোটক্স এর মতো কিছু কসমেটিক সার্জারি তিনি করিয়েছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু কয়েকজনের মতে, এই নতুন পরিবর্তনগুলি মোটেই মানাচ্ছে না তাঁকে। বিগত কিছুদিন ধরে লাগাতার ট্রোল হওয়ার পর অবশেষে মুখ খুললেন মৌনি (Mouni Roy)।

আরো পড়ুন : প্রাণভয়ে তটস্থ, ছবি তোলায় নিষেধাজ্ঞা, বিমানবন্দরে যা হল সলমনের সঙ্গে…

কী উত্তর দিলেন মৌনি: সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হলে সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে মৌনি (Mouni Roy) বলেন, তিনি খারাপ মন্তব্যগুলি দেখেনই না। যে যার নিজের কাজ করুক। কেউ যদি পর্দার আড়ালে লুকিয়ে অন্যদের ট্রোল করে আনন্দ পায় তাহলে তাই হোক। এসব নিয়ে তিনি মাথা ঘামান না বলেই মন্তব্য করেন মৌনি।

আরো পড়ুন : বিয়ের আগেই এমন মন্তব্য! সবার সামনে ঐশ্বর্যকে কাঁদিয়ে ছাড়েন জয়া

এটা অবশ্য প্রথম বার নয়, এর আগেও একাধিক বার প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রোল, সমালোচনার মুখে পড়েছেন মৌনি। কিন্তু প্রতিবারই তিনি কোনো রকম প্লাস্টিক সার্জারি করানোর কথা অস্বীকার করেছেন। প্রসঙ্গত, আগামীতে দ্য ভূতনি ছবিতে দেখা যাবে মৌনিকে। এই হরর অ্যাকশন কমেডি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, পলক তিওয়ারি, সানি সিং এর মতো তারকারা। আগামী ১৮ ই এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X