কলকাতা পুরসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল, কতটা প্রভাব খাটাতে পারবে বিরোধীরা? রইল সমীক্ষা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে কলকাতা পুরনির্বাচন। টানটান উত্তেজনা নিয়ে চলছে নির্বাচনের কাজ। তার মধ্যেই আবার চলছে সি-ভোটার ও জনমত সমীক্ষার কাজও। আবার এরই মধ্যে আবার কলকাতার বিদায়ী পুর-প্রশাসক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (firhad hakim) নির্বাচনের ফলাফল নিয়ে করলেন এক বড়সড় মন্তব্য।

এক সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম জানান, ‘এই নির্বাচনে ১৩০ থেকে ১৪০ টা ওয়ার্ড পাবে তৃণমূল। আর সর্বোচ্চ ১৪ টি এবং সর্বনিম্ন ৪ টি আসন পেতে পারে অন্যান্য অর্থাৎ বিরোধীরা’।

আবার অন্যদিকে, সি-ভোটার ও একটি বেসরকারি টিভি চ্যানেলের যৌথ সমীক্ষা থেকে জানা গিয়েছে, কলকাতা পুরভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩০ টি আসন পেতে পারে তৃণমূল। গতবার পেয়েছিল ১১৩ টি ওয়ার্ড। আর এবার আরও ১৭ টি আসন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছেন তৃণমূলের।

সমীক্ষার এই রিপোর্টের সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে ফিরহাদ হাকিমের দাবীর। তবে বিশেষজ্ঞদের মত, অনেক সময় দেখা যায় সমীক্ষার সঙ্গে আসল ফলাফল সম্পূর্ণ মিলে গিয়েছে, আবার অনেক সময় এর উলটোটাও দেখা যায়। আর যদি ফিরহাদ হাকিমের দাবীর সঙ্গে মিলে যায়, তাহলে তা হবে নজিরবিহীন।

প্রসঙ্গত, সমীক্ষা বলছে এই নির্বাচনে ৫২ শতাংশের আশেপাশে থাকতে পারে তৃণমূলের ভোটের হার এবং বিজেপির থাকতে পারে প্রায় ২৪ শতাংশ। আর অন্যান্যরা পেতে পারে বাকি ১২ শতাংশ। তবে গত পুরভোটে বিজেপি ৭ টি আসন পেলেও, এবার ১৩ টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার ১৫ টি পেলেও এবার বামেরা পেতে পারে ১ টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে কিছুই না থাকারই সম্ভাবনা রয়েছে।

X