জানেন কি একজন মানুষের মাথা একসঙ্গে কি কি মনে রাখতে পারে!

 

বাংলা হান্ট ডেস্ক : আমাদের মাথায় সব সময় নানা রকম চিন্তা ঘুরপাক খায়। আবার আমাদের পুরো শরীর টাকে কন্ট্রোল করে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের সাথে প্রত্যেকটি অর্গানের সম্পর্ক রয়েছে। তাহলে একবার ভেবে দেখুন তো কতটা চাপ নিতে হয় আমাদের মস্তিষ্ককে!

জন্মের পর থেকে একটি পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্ক কত জনকে মনে রাখতে পারে, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এর উপর গবেষণা করেন।

elon musk brain chips innovation

গবেষণায় জানা গিয়েছে, মোটামুটি পাঁচ হাজার মানুষের মুখ ও তাদের চেহারা মনে রাখতে পারে একটি পূর্ণবয়স্ক মস্তিষ্ক। এক্ষেত্রে মুখ মনে থাকলেও, প্রত্যেকের কিছু নামও মনে থাকবে এমনটা কিন্তু নয়। নাম মনে নাই থাকতে পারে।

Udayan Biswas

সম্পর্কিত খবর