১ কিমি যেতে কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয় ট্রেনের? জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে রেলপথ (Indian Railways)। এমতাবস্থায়, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে রেলপথ হয়ে উঠেছে গণপরিবহণের অন্যতম মাধ্যমও। শুধু তাই নয়, যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রীসংখ্যা। আসলে অন্যান্য পরিবহণ মাধ্যমগুলির তুলনায় রেলপথে সফরের ক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটাই কম হওয়ায় কাছের কোনো গন্তব্য হোক কিংবা দূরের কোথাও ভ্রমণ প্রতিটি ক্ষেত্রেই রেলপথকে ভরসা করেন যাত্রীরা।

এমতাবস্থায়, আমরা সকলেই ট্রেনে চাপলেও ট্রেনের এমন কিছু চমকপ্রদ বিষয় রয়েছে যেগুলি আমাদের অনেকেরই অজানা। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনের ঠিক কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়? অধিকাংশজনই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

How many units of electricity does the train need to travel

প্রথমেই জানিয়ে রাখি যে, বর্তমানে অধিকাংশ ট্রেনই বিদ্যুতের মাধ্যমে চলে। এমতাবস্থায়, একটি ট্রেনের ১ কিলোমিটার পর্যন্ত চলার জন্য প্রায় ২০ ইউনিট বিদ্যুতের খরচ হয়। এদিকে, রেলকে ৬.৫০ টাকা হারে বিদ্যুতের বিল দিতে হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ধনকুবেরদের এ কি হাল! ২ দিনে ২২ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, বড় ধাক্কা পেলেন আম্বানি-আদানিও

উল্লেখ্য খুঁজে, সরাসরি পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ পেয়ে যায় রেল। আর এই কারণটির জন্যই এখানে কখনোই বিদ্যুৎ চলে যায় না। আরও জানা গিয়েছে যে, গ্রিডে পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। যেখান থেকে বিদ্যুৎ সরাসরি সাবস্টেশনগুলিতে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: প্রতিদিন স্ত্রীর সাথে এই খেলাটি খেলেন গৌতম আদানি! অধিকাংশ সময় হেরে যান ভারতীয় ধনকুবের

এমতাবস্থায়, ট্রেনের সফরকালে আমরা প্রায়শই রেল স্টেশনের পাশে বিদ্যুতের সাব স্টেশনগুলিকে দেখতে পাই। যেগুলি ক্রমাগত বিদ্যুতের সরবরাহ করতে থাকে। আর এর ওপর ভর করেই সচল থাকে পরিষেবা। এদিকে, কিলোমিটারের পর কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে একটি ট্রেনের যে বিপুল পরিমাণ ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয় তা এই হিসেব থেকে সহজেই অনুমান করা যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর