আগেও ছিল এক বউ, ডিভোর্সি রাজকেই বিয়ে করেন শুভশ্রী! দুজনের বয়সে কত ফারাক জানেন?

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ শুভশ্রী (Raj Subhashree)। পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নতুন নয় ইন্ডাস্ট্রিতে। শুভশ্রীও প্রেমে পড়েছিলেন রাজের, ঘটনাক্রমে যিনি টলিউডে তাঁর প্রথম ছবির পরিচালকও। যদিও তাঁদের মধ্যে প্রেম হয়েছিল অনেক পরে। তারপর সোজা বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল তাঁদের বিয়ের। ইতিমধ্যেই দুই সন্তানের বাবা মাও হয়ে গিয়েছেন তাঁরা। তবে এবার রাজ (Raj Subhashree) জানালেন, ছেলে মেয়ের থেকেও স্ত্রী শুভশ্রী তাঁর কাছে আগে।

সন্তানদের থেকেও শুভশ্রী (Raj Subhashree) আগে রাজের কাছে

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ (Raj Subhashree) স্পষ্টই বলেন, অনেকেই তাঁকে ভুল বুঝতে পারে বা খারাপ ভাবতে পারে। তবে তাতে তাঁর কিছুই যায় আসে না। রাজের কথায়, বাচ্চাদের থেকেও তাঁর কাছে তাঁর বউ আগে। তবে এখন সন্তানদের কাছে ক্ষমা চেয়ে নিলেও পরিচালক মন্তব্য করেন, বড় হয়ে তারা তাঁকে ঠিক বুঝবে।

How much age difference is there between raj subhashree

মায়ের সম্পর্কে কী বললেন পরিচালক: শুভশ্রী (Raj Subhashree) জানান, রাজ নাকি এমন কথা প্রায়ই বলে থাকেন। পরিচালকের কথায়, তাঁর মায়ের স্থান ভগবানের সমান। মায়ের সঙ্গে কারোর তুলনা চলে না। কিন্তু স্ত্রী শুভশ্রী (Raj Subhashree) সবার আগে। ছেলে মেয়ের জন্যও সবকিছু করে উঠতে পারেন না তিনি। এর জন্য ‘বউ পাগল’ তকমা পেতেও রাজি রাজ।

আরো পড়ুন : বয়স পেরিয়েছে আশি, বার্ধক্যকে গুলি মেরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে জিতেন্দ্র! বাবার বিয়েতে নাচলেন একতা

রাজের দ্বিতীয় স্ত্রী শুভশ্রী: অথচ শুভশ্রী (Raj Subhashree) কিন্তু রাজের প্রথম স্ত্রী নন। আগে একবার বিয়ে হয়েছিল তাঁর। এমনকি শুভশ্রীর আগে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায়। রাজের সঙ্গে নাম জড়িয়েছে মিমি চক্রবর্তী, পায়েল সরকারদের। শতাব্দী মিত্র নামে একজনের সঙ্গে বিয়েও হয়েছিল। কিন্তু সেই বিয়ে ভাঙে ২০১১ তে। শোনা যায়, টলিউডে রাজের সাফল্য কোনো ভাবে প্রভাব ফেলেছিল তাঁদের দাম্পত্যে।

আরো পড়ুন : নতুন বছরেই দুর্দান্ত উপহার ভারতীয় পর্যটকদের জন্য! এবার টুরিস্ট ভিসা ছাড়াই সফর করা যাবে এই দেশে

২০১৮ তে বিয়ে করেন রাজ শুভশ্রী (Raj Subhashree)। অভিনেত্রীর জন্ম ১৯৯০ সালে। বর্তমানে তাঁর বয়স ৩৪। অন্যদিকে রাজের বয়স ৫০ হতে চলল। ১৫ বছরের পার্থক্য দুজনের বয়সে। অথচ তাঁদের দেখে তা বোঝা দায়। ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। ইউভান ইয়ালিনীকে নিয়ে ভরা সংসার রাজ শুভশ্রীর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর