বাংলাহান্ট ডেস্ক : একটি বিচ্ছেদের গুঞ্জন স্তিমিত হতে না হতেই আরেক বিচ্ছেদ নিয়ে চর্চা। বর্তমানে এমনি পরিস্থিতি বলিউডে। সদ্য বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে সকলকে কার্যত আকাশ থেকে ফেলেছেন এ আর রহমান (A R Rahman)। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন তিনি। কারণ অজানা হলেও ইতিমধ্যেই সুরকারের সঙ্গে তাঁর ব্যান্ডের বেস গিটারিস্ট মোহিনী দে-র নাম জড়িয়েছে। তা নিয়ে চলছে বিতর্ক।
২৯ বছরের দাম্পত্যে বিচ্ছেদ এ আর রহমানের( A R Rahman)
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ আর রহমান (A R Rahman) এবং সায়রা বানু। তখনো আজকের এ আর রহমান হয়ে ওঠেননি সুরকার। তখন থেকেই সায়রা বানু রয়েছেন তাঁর সঙ্গে। তিন ছেলে মেয়ে রয়েছে তাঁদের, যাঁরা এখন বেশ বড় হয়ে গিয়েছেন। প্রায় তিন দশক পূর্তির আগে আলাদা হওয়ার কথা ঘোষণা করলেন রহমান (A R Rahman) এবং সায়রা। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রহমানের থেকে কত টাকার খোরপোশ নিলেন স্ত্রী?
কত সম্পত্তি রয়েছে শিল্পীর: উল্লেখ্য, ভারতীয় সঙ্গীত জগৎ তথা আন্তর্জাতিক সঙ্গীত জগতের অত্যন্ত উল্লেখযোগ্য নাম এ আর রহমান (A R Rahman)। ভারতকে তিনি গোল্ডেন গ্লোব, অস্কার এনে দিয়েছেন। তেমনি ফুলেফেঁপে উঠেছে তাঁর সম্পত্তির পরিমাণও। সূত্রের খবর মানলে, চেন্নাইয়ের বাংলো ছাড়াও লস অ্যাঞ্জেলেসেও একটি বিলাসবহুল বাংলো রয়েছে রহমানের (A R Rahman)। রয়েছে একটি অত্যাধুনিক স্টুডিও।
আরো পড়ুন : ‘ব্যোমকেশ বক্সী’ থেকে শাহরুখের ‘ফৌজি’, দূরদর্শনের সমস্ত ক্লাসিক ফেরালো OTT অ্যাপ, কীভাবে দেখবেন?
কত টাকা খোরপোশ নিলেন সায়রা: গ্যারেজে মার্সেডিজ, জ্যাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে এ আর রহমানের। রিপোর্ট বলছে, এক একটি গান পিছু তাঁর পারিশ্রমিক ৩ কোটি টাকা। এছাড়া মঞ্চে পারফর্ম করতে এক ঘন্টার জন্য ১-২ কোটি টাকা চার্জ করেন তিনি। ভারতীয় সঙ্গীত জগতের সবথেকে ধনী শিল্পী এ আর রহমান (A R Rahman)। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ২০০০ কোটি টাকা। এর মধ্যে কত টাকা পেলেন সায়রা?
আরো পড়ুন : ব্যালিস্টিক মিসাইল হামলা শুধুই ট্রেলার! তৃতীয় বিশ্বযুদ্ধের পথে রাশিয়া? বিশেষ বৈঠক ন্যাটোর
এ বিষয়ে রহমানের আইনজীবী বন্দনা শাহ জানান, বিচ্ছেদের পর একটা টাকাও খোরপোশ নেননি সায়রা বানু। তিনি আরো বলেন, বিচ্ছেদ অত্যন্ত কঠিন বাস্তব। এমন ঘটনা এখন বাড়ছে। রহমান সায়রার প্রসঙ্গে বন্দনা বলেন, ২৯ বছর ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন মর্যাদার সঙ্গে। বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে সৌজন্য বজায় রয়েছে।