আগেই উঠেছিল পরকীয়ার অভিযোগ, পিঙ্কির থেকে ডিভোর্স পেতে খোরপোশ বাবদ কত খরচ করতে হয়েছে কাঞ্চনকে?

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের গোড়াতেই আলাদা হয়ে গিয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তারও আগে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। চলছিল ডিভোর্সের মামলা। শেষমেষ ২০২৪ এর জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। ছেলে ওশকে নিয়ে আলাদা হয়ে যান পিঙ্কি। অন্যদিকে বিচ্ছেদের পরেই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন (Kanchan Mallick)। তবে তার আগে প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে হয়েছে কাঞ্চনকে।

কাঞ্চনের (Kanchan Mallick) থেকে কত খোরপোশ নেন পিঙ্কি

সেলিব্রিটিদের বিচ্ছেদ নিয়ে যতটা না চর্চা হয়, তার থেকে বেশি মানুষের আগ্রহ থাকে কে কত টাকার খোরপোশ নিলেন। পিঙ্কি অবশ্য এ বিষয়ে লুকোছাপা করেননি। স্পষ্টই জানিয়েছিলেন টাকার অঙ্ক। বিচ্ছেদের পর কাঞ্চনের (Kanchan Mallick) থেকে ৫৬ লক্ষ টাকার খোরপোশ নিয়েছিলেন অভিনেত্রী। তবে সেটা যে তিনি নিজের জন্য নেননি তাও জানিয়ে দিয়েছিলেন পিঙ্কি।

How much alimony did pinky banerjee take from kanchan mallick

কেন নিয়েছিলেন খোরপোশ: সংবাদ মাধ্যমকে পিঙ্কি বলেছিলেন, তাঁর মতে বিয়ে স্রেফ একটা ‘কন্ট্র্যাক্ট’ মাত্র। সেটা ভেঙে গেলে যে ভাঙছে তার ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাঁদের ছেলে ওশের কাস্টডি কাঞ্চন চাননি। অন্যদিকে একা হাতে ছেলেকে বড় করা সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়েছিলেন পিঙ্কি। কারণ বর্তমান সময়ে শিক্ষা এবং স্বাস্থ্যের পেছনে কত খরচ তা সকলেই জানেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তান বোড়ে মাত্র, আড়ালে ঘুঁটি সাজাচ্ছে চিন! বাংলাদেশের “ড্রাগন” ঘনিষ্ঠতায় আশঙ্কা ভারতের

এককালীন টাকা নিয়েছেন পিঙ্কি: পাশাপাশি তাঁর পেশায় সবসময় যে সমান যাবে এমনটাও নয়। ছেলের যাতে কোনো রকম কষ্ট না হয় তার জন্যই টাকাটা নিয়েছেন বলে জানিয়েছিলেন পিঙ্কি। তবে মাসিক বা বার্ষিক ভাবে নয়। ৫৬ লক্ষ টাকা এককালীন নিয়েছেন পিঙ্কি। এরপর আর কোনো আর্থিক লেনদেন তাঁদের (Kanchan Mallick) মধ্যে হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন : প্যারাশুট হাওয়ায় জড়িয়ে আছড়ে পড়লেন ভারতীয় নৌ সেনার দুই অফিসার! তারপরে যা হল….

ছেলেকে নিজের কাছে রেখে বড় করছেন পিঙ্কি। ওশ বাবাকে মনেও করে না বলেই জানিয়েছিলেন তিনি। অন্যদিকে গত বছরেই আরেক মেয়ের বাবা হয়েছেন কাঞ্চন। নতুন স্ত্রী, সন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর