এক মাসে রেকর্ড ব্যবসা, বাংলার বাইরেও দাপট ‘বহুরূপী’র, কত কোটি এল ঝুলিতে?

বাংলাহান্ট ডেস্ক : এ বছরের পুজোটা টলিউডের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছিল। পুজোয় মুক্তিপ্রাপ্ত তিনটি বাংলা ছবিই দুরন্ত ব্যবসা করেছে। তবে ব্যবসার নিরিখে অন্য সবাইকে ছাপিয়ে গিয়েছে ‘বহুরূপী’ (Bohurupi)। উইন্ডোজ প্রোডাকশনের ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে এগিয়ে থেকেছে। দর্শক থেকে সমালোচক, এমনকি টলিউডের অন্যান্য তারকারাও বহুরূপীর (Bohurupi) ভূয়সী প্রশংসা করেছে। এক মাস পেরিয়েও অপ্রতিরোধ্য শিবপ্রসাদ কৌশানী জুটির এই ছবি।

বক্স অফিসে খেল দেখাচ্ছে বহুরূপী (Bohurupi)

গত ৮ ই অক্টোবর পুজোর ছবি হিসেবে মুক্তি পায় বহুরূপী (Bohurupi)। দীর্ঘদিন পর পরিচালনার সঙ্গে সঙ্গে অভিনয়েও দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে তৈরি ছবিটি দর্শকদের মুগ্ধ করেছে। আর তাই তো মাস পেরিয়েও বক্স অফিসে দাপট দেখাচ্ছে বহুরূপী (Bohurupi)। শুধু বাংলার বক্স অফিসে নয়, গোটা দেশেই বাংলা ছবির ঐতিহ্যকে পৌঁছে দিচ্ছে এই ছবি।

How much business did bohurupi do

কত টাকা রোজগার করল এই ছবি: এই এক মাসে একের পর মাইলফলক পেরিয়েছে বহুরূপী (Bohurupi)। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, প্যান ইন্ডিয়া বক্স অফিসেও দারুণ খেল দেখাচ্ছে এই ছবি। ১২ কোটি পেরিয়ে গোটা দেশে ইতিমধ্যেই ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। বর্তমানে এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার এবং বেঙ্গালুরুতেও রমরমিয়ে চলছে বহুরূপী (Bohurupi)। রাজ্যগুলিতে শো টাইমও জানিয়ে দেওয়া হয়েছে উইন্ডোজ প্রোডাকশনের তরফে।

আরো পড়ুন : স্বচ্ছ ভারত মিশনেই বিপুল লক্ষ্মীলাভ! শুধুমাত্র ‘এই’ জিনিস বেচে কোষাগারে এল ২ হাজার কোটি টাকা

অন্য দুটি ছবি কোথায় রয়েছে: প্রযোজনা সংস্থার তরফেই জানানো হয়েছে, এই এক মাসের মধ্যে ১০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে বহুরূপী (Bohurupi)। বক্স অফিসের রিপোর্ট বলছে, পুজোর সময়ে মুক্তি পাওয়া তিনটি ছবিই ভালো ব্যবসা করলেও বহুরূপী এগিয়ে রয়েছে টেক্কা এবং শাস্ত্রীর থেকে। যেখানে মুক্তির পর ৩ সপ্তাহে টেক্কা এবং শাস্ত্রীর আয় ছিল যথাক্রমে ৪.৫ কোটি টাকা এবং ১.০৮ কোটি টাকা, সেখানে বহুরূপী পৌঁছে গিয়েছিল ১২.৪২ কোটি টাকায়। টলিউডে কার্যত রেকর্ড রেকর্ড ব্রেকিং আয় করেছে এই ছবি।

আরো পড়ুন : ৫৩-তে এসে ফের অন্তঃসত্ত্বা ঋতুপর্ণা? অভিনেত্রীর নাচের ভিডিওতে জোরালো জল্পনা

প্রসঙ্গত, ব্যাঙ্ক ডাকাতির বাস্তব গল্প নিয়ে তৈরি হয়েছে বহুরূপী। শিবপ্রসাদ জানিয়েছিলেন, ১২ বছর আগে একজন ফোন করে তাঁদের সঙ্গে দেখা করতে চান। নিজেকে ‘পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্যাঙ্ক ডাকাত’ বলে দাবি করেছিলেন তিনি। তাঁর জীবন কাহিনি নিয়ে ছবি বানানোর দাবি তুলে নাকি বারংবার ফোন করতেন তিনি। শিবপ্রসাদ জানান, তাঁরা অনেক দিন ধরেই চেষ্টায় ছিলেন ছবিটি বানানোর। বাজেট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে পর্দায় আসে ‘বহুরূপী’।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর