বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের শুরুতেই বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। অবশেষে তাঁদের সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। নয়া বেতন কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর থেকেই কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীদের পেনশন (8th Pay Commission) কতখানি বৃদ্ধি পাবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বেশ কিছু তথ্য।
কতখানি বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন (Government Employees)?
এই প্রসঙ্গে বিশ্লেষকদের একাংশের দাবি, নয়া বেতন কমিশন কার্যকর হলে চাকরিজীবনের শুরুতেই মোটা টাকা বেতন পাবেন একজন কেন্দ্রীয় সরকারি পিয়ন। সেক্ষেত্রে তাঁদের মাইনের অঙ্কটা নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর চেয়ে বেশি হবে বলে দাবি করা হচ্ছে। এখানেই শেষ নয়! বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক নূন্যতম বেতন ১৮,০০০ টাকা। তবে অষ্টম বেতন কমিশন চালু হলে সেই অঙ্কটা ৫০,০০০ টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
এই বিষয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে মুখ খুলেছিলেন জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তিনি বলেন, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৮৬ করার কথা ভাবা হচ্ছে। যদি সেই অনুমান ঠিক হয়, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! চাপে মোদী সরকার! জোর শোরগোল
সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মাসিক নূন্যতম বেতন বেড়ে দাঁড়াবে ৫১,৪৮০ টাকা। সেই সঙ্গে জুড়বে ডিএ, এইচআরএ সহ আরও বেশ কিছু আর্থিক সুযোগ সুবিধা। সব মিলিয়ে একজন গ্রুপ ডি কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন ৬০,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
মোটা টাকা লক্ষ্মীলাভ হতে পারে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও (Government Employees)। বর্তমানে তাঁদের নূন্যতম পেনশন ৯০০০ টাকা। সেটা একধাক্কায় বেড়ে ২৫,৭৪০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এই মুহূর্তে এদেশে তথ্যপ্রযুক্তি সংস্থার ইঞ্জিনিয়াররা চাকরিজীবনের শুরুতে মাসিক ৩০-৪০ হাজার টাকা বেতন পান। সেক্ষেত্রে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর সঙ্গে তথ্যপ্রযুক্তি সংস্থার ইঞ্জিনিয়ারের বেতন পার্থক্য অনেকখানি হয়ে দাঁড়াবে। এর ফলে আগামীদিনে সাধারণ মানুষের কেন্দ্রীয় সরকারি চাকরির দিকে ঝোঁক বাড়বে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গেই মনে করা হচ্ছে, মাইনের ক্ষেত্রে এই পার্থক্য মুদ্রাস্ফীতির হারেও প্রভাব ফেলতে পারে।