নিজে বাড়িছাড়া শাহরুখ, ভাড়ায় খাটাচ্ছেন লস অ্যাঞ্জেলসের ভিলা! এক রাতের খরচ জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের তাবড় ধনীদের তালিকায় নাম ওঠেনি তাঁর। এমনকি বলিউডের সর্বোচ্চ ধনকুবের হিসেবেও তালিকায় জায়গা কায়েম করতে পারেননি। তাই বলে কি তিনি হেলাফেলা? মোটেই না! তালিকায় নাম না থাকলেও ইন্ডাস্ট্রির সর্বাধিক ধনীদের সারিতেই রয়েছেন তিনি। শাহরুখ খান (Shahrukh Khan), জনপ্রিয়তা, খ্যাতি থেকে ধন সম্পত্তি, সব দিক থেকেই তিনি ‘বাদশা’। এমনকি অভিনেতার বিপুল সম্পত্তির মধ্যে কিছু কিছুর স্বাদ চেখে দেখার সুযোগ রয়েছে আমজনতার কাছেও।

কোথায় কোথায় সম্পত্তি রয়েছে শাহরুখের (Shahrukh Khan)?

রিপোর্ট বলছে, প্রায় ৭৭০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক শাহরুখ (Shahrukh Khan)। এর মধ্যে তাঁর অন্যতম মূল্যবান সম্পত্তি নিঃসন্দেহে ‘মন্নত’। মুম্বইয়ের ‘সি ফেসিং’ সাদা ধবধবে এই অট্টালিকা শহরের অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র। মন্নতের বাইরে প্রতিদিন ভিড় জমলেও কিং খাধের বাসভবনের অন্দরমহল ঘুরে দেখার সুযোগ অবশ্য নেই সাধারণ মানুষের। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর অন্য ব্যবস্থা রয়েছে। শাহরখের (Shahrukh Khan) অপর একটি বাড়ি ঘুরে দেখার, এমনকি সেখানে থাকার সুযোগও রয়েছে আমজনতার।

How much charge to to stay in shahrukh khan la house

ভাড়ায় থাকার সুযোগ এই বাড়িতে: ভারতের বাইরেও একাধিক জায়গায় বাড়ি রয়েছে শাহরুখের (Shahrukh Khan)। লন্ডন, দুবাই, ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় বাড়ি রয়েছে কিং খানের। নিজের সবকটি বাড়ির মধ্যে লস অ্যাঞ্জেলসের বাংলো বাড়িটি ভাড়া দিয়ে থাকেন শাহরুখ। সান্তা মনিকা থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। মোট ছয়টি ঘর নিয়ে তৈরি ভিলাটি রয়েছে সাদা এবং বেইজ রঙের থিমে। দেওয়াল জোড়া সুবিশাল আয়না, ঝাড়বাতিতে বাড়িটি যত্ন করে হাজির তুলেছেন শাহরুখ (Shahrukh Khan)। রয়েছে জাকুজি সহ সুইমিং পুলও।

আরো পড়ুন : মেডিক্লেম নিয়ে সমস্যা, ১১ টি সংস্থাকে জরুরি তলব, বৈঠকে বসবে স্বাস্থ্য কমিশন

খরচ কত পড়বে: জানা যায়, মাঝে মাঝেই এই বাড়িতে ছুটি কাটাতে আসেন শাহরুখ (Shahrukh Khan)। এমনকি অনুষ্কা শর্মার সঙ্গে ‘যব হ্যারি মেট সেজল’ ছবির শুটিংয়ের সময়েও নাকি পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন তিনি। বলা বাহুল্য, এমন বাড়িতে থাকার খরচ নেহাত কম হবে না। এমনিতেই রীতিমতো অভিজাত এলাকায় রয়েছে বাড়িটি। সূত্রের খবর মানলে, শাহরুখের (Shahrukh Khan) এই বাড়িতে এক রাত থাকার খরচ প্রায় ১ লক্ষ ৯৬ হাজার টাকা। এই অঙ্কের টাকা খরচ করতে পারলেই শাহরুখের বাড়িতে থাকার অভিজ্ঞতা লাভ হবে।

আরো পড়ুন : ‘ফাঁদে পা দেবেন না, সবটাই..,’ মুর্শিদাবাদ নিয়ে উত্তপ্ত আবহেই ‘সতর্কবাণী’ দেবাংশুর

প্রসঙ্গত, শাহরুখ নিজেও এখন কার্যত বাড়িছাড়া। মন্নত ছেড়ে পালি হিলের একটি আবাসনে সপরিবারে গিয়ে উঠেছেন তিনি। মন্নতে আপাতত চলছে পুনর্নির্মাণের কাজ। শোনা যাচ্ছে, মন্নতের অন্দরসজ্জা নাকি বদলে ফেলতে চলেছেন খান পরিবার। তাই আপাতত বিলাসবহুল পালি হিলের আবাসনই হয়ে উঠেছে শাহরুখের সাময়িক বাসস্থান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X