‘আই লাভ ইউ’ না বলেও একসঙ্গে রাত কাটানো! ফাঁস হল বিদিশা-অনুভবের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumder) মৃত‍্যু রহস‍্যের তদন্ত এখনো চলছে। গত ২৫ মে নাগেরবাজার এলাকার একটি ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছিল তাঁর দেহের পাশে। বিদিশা কাউকে তাঁর মৃত‍্যুর জন‍্য দায়ী না করলেও পুলিসি জেরার মুখে পড়েছেন মৃত মডেলের প্রেমিক অনুভব বেরা (Anubhab Bera)।

বিদিশার ঘনিষ্ঠ বান্ধবী দিয়ার দাবি, গত পাঁচ মাস ধরে সম্পর্কে ছিলেন অনুভব ও বিদিশা। কিন্তু অনুভব জানিয়েছেন, তিনি নাকি কখনো অভিনেত্রীকে ভালবাসার কথা বলেনইনি। যদিও বিদিশা তাঁকে খুবই ভালবাসতেন। অনুভব একাধিক সম্পর্কে রয়েছেন জানতে পেরেই নাকি তিনি আত্মহত‍্যার সিদ্ধান্ত নেন বলে দাবি দিয়ার।


অনুভব জানিয়েছেন, বিদিশা নিজেই বারবার ঝাড়গ্রামে যেতেন তাঁর সঙ্গে দেখা করতে। হোটেলে রাতও কাটিয়েছেন তাঁরা। ইতিমধ‍্যেই পুলিসি তদন্তে প্রকাশ‍্যে এসেছে, জামশেদপুরের টাটানগরের একটি হোটেলে বিদিশাকে নিয়ে উঠেছিলেন অনুভব।

প্রকাশ‍্যে এসেছে দুজনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও।  তার মধ‍্যে একটিতে অনুভবের গালে চুম্বন করতে দেখা যাচ্ছে বিদিশাকে। পুলিসি জেরায় অনুভব দাবি করেছেন, বিদিশা বিলাসবহুল জীবন কাটাতেন। অথচ তাঁর আয় তেমন ছিল না। যার জন‍্য প্রচুর ধারদেনাও হয়ে গিয়েছিল তাঁর। সেসব কীভাবে মেটাবেন তা নিয়ে চিন্তায় পড়েছিলেন বিদিশা।


এর আগে দিয়া ও অনুভবের কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে অনুভব দাবি করেছিলেন, বিদিশাকে কোনোদিন ‘আই লভ ইউ’ পর্যন্ত বলেননি। পালটা দিয়া প্রশ্ন করেন, “রিলেশনে ছিলে না? ফিজিক্যাল হতে পেরেছিলে? সেক্স করতে পেরেছিলে?” উত্তরে অনুভব বলেন, তিনি কোনোদিন অস্বীকার করেননি। কিন্তু ‘ভালবাসি’ এটা কখনোই বলেননি। বরং তাঁর বক্তব‍্য, যদি তিনি সত‍্যিই দোষ করে থাকেন তবে শাস্তি দেওয়া হোক।

X