থাকতেন মেসে, খিদে মেটাত ফুটপাতের ঝালমুড়ি, ‘কলকাতার জামাই’ অমিতাভের প্রথম চাকরিও এ শহরে! জানতেন?

বাংলাহান্ট ডেস্ক : যতই মুম্বইয়ের গালভরা বচ্চন পরিবারের সর্বেসর্বা হন না কেন, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) উপরে বাঙালির এক আলাদাই অধিকার রয়েছে। কলকাতার জামাই বলে কথা, টান তো থাকবেই! বাঙালি কন্যা জয়া ভাদুড়ির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিগ বিও নিজেকে কলকাতার জামাই বলতেই পছন্দ করেন। এ শহরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগসূত্র। শুধু বিবাহ সূত্রেই নয়, অমিতাভের (Amitabh Bachchan) প্রথম চাকরিও যে এই শহরেই তা কি জানতেন?

কলকাতায় প্রথম চাকরি পেয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan)

ফিল্মি জগতের না হলেও অমিতাভকে (Amitabh Bachchan) তারকা সন্তানই বলা চলে। তাঁর বাবা ছিলেন প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন। তাঁর ছেলে হয়ে অমিতাভ পা রাখেন সিনেমায়। তবে প্রথম থেকেই অভিনয়ে সুযোগ পাননি তিনি। বরং জানলে অবাক হবেন, অমিতাভের (Amitabh Bachchan) প্রথম চাকরি ছিল কলকাতায়। কত বেতন পেতেন তিনি? থাকতেনই বা কোথায়? সবটা রইল এই প্রতিবেদনে।

আরো পড়ুন : স্বামীর কথায় তিন তিনবার গর্ভপাত! বিয়ের ১৬ বছর পর মা হওয়ার অভিজ্ঞতা জানালেন ময়না

কোথায় চাকরি করতেন বিগ বি

সময়টা ষাটের দশক। তখন অমিতাভের (Amitabh Bachchan) যুবক বয়স। কলকাতায় একটি ব্রিটিশ ম্যানেজিং এজেন্সিতে প্রথম এক্সিকিউটিভের চাকরি পান তিনি। সে সময়ে কলকাতার এক মেসেই ছিল অমিতাভের অস্থায়ী বাসস্থান। তাও আবার একটাই ছোট্ট ঘরে সাতজনের সঙ্গে ভাগ করে থাকতেন তিনি।

আরো পড়ুন : অভিষেকের সঙ্গে ব্যর্থ প্রেম, বিয়েতে আমন্ত্রণ টুকুও পাননি! ‘বেচারা ছেলেটা…’, রানির গলায় অভিমানের সুর!

বেতন কত ছিল অভিনেতার

বর্তমানে বলিউডের সবথেকে ধনী অভিনেতাদের মধ্যে একজন অমিতাভ (Amitabh Bachchan)। সম্মান, সম্পত্তি সবদিক দিয়েই তিনি অগ্রগণ্য। কিন্তু তাঁকেও শুরু করতে হয়েছিল শূন্য থেকেই। প্রথম চাকরিতে তাঁর বেতন কত ছিল জানেন? মাসে মোটে ১,৬৪০ টাকা। তাও আবার ঘর ভাড়া আর যাতায়াতের ভাড়া দিতেই চলে যেত বেশিরভাগটা। হাতে যা পড়ে থাকত তাতে খাবারের সংস্থান হত না ঠিকঠাক। বেশিরভাগ দিনই অমিতাভের কাটত কলকাতার ফুটপাতের ঝালমুড়ি খেয়ে।

Amitabh Bachchan

একবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসে একথা নিজেই জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এ শহরের প্রতি তাঁকে জীবনের প্রথম চাকরিটা দেওয়ার জন্য। এমনকি জয়ার প্রথম ছবিও ছিল কলকাতাতেই, সত্যজিৎ রায়ের ‘মহানগর’। তখন অবশ্য তিনি বচ্চন নন, ছিলেন ভাদুড়ি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর