বাংলাহান্ট ডেস্ক : ভারত পাক যুদ্ধের আবহে বড়সড় প্রভাব পড়েছে বিনোদন জগতে। পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের উপরে নিষেধাজ্ঞা জারি করার জন্য দাবি তুলেছিলেন অনেকেই। এদিকে আগামীকালই মুক্তি পাওয়ার কথা ছিল ফাওয়াদ খান (Fawad Khan) এবং বাণী কাপুরের আসন্ন ছবি ‘আবির গুলাল’ এর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবির মুক্তিতে যে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ভারতে ফাওয়াদ খানের (Fawad Khan) ছবিতে নিষেধাজ্ঞা জারির দাবি
এর আগেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে ফাওয়াদের ছবিতে নিষেধাজ্ঞা লাগানোর দাবি জানানো হয়েছিল। পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানি শিল্পীদের উপরে পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন সংগঠনের সম্পাদক। তারপরেই ফাওয়াদ সহ একাধিক পাক অভিনেতা অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিষিদ্ধ করা হয় ভারতে।
ভারতের অপারেশনের নিন্দা অভিনেতার: এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর তীব্র নিন্দা করতেও দেখা গিয়েছে ফাওয়াদ খানকে (Fawad Khan)। এমতাবস্থায় ছবির মুক্তি যে আটকে যাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে ভারতের বিরুদ্ধে এভাবে সমালোচনা করছেন ফাওয়াদ, সেখানকার ছবিতে অভিনয়ের জন্য কত টাকা পেয়েছেন তিনি?
আরো পড়ুন : চারধাম যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গোত্রী যাওয়ার পথে উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার! মৃত ৫, আহত দুজন
কত টাকা পেয়েছেন ফাওয়াদ: উল্লেখ্য, একটা সময় ভারতে বেশ জনপ্রিয় ছিলেন ফাওয়াদ খান (Fawad Khan)। মাঝে পুলওয়ামা ঘটনার জন্য পাক শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ার বেশ কয়েক বছর পর আবারও এই ছবির হাত ধরেই কামব্যাক করছিলেন তিনি। সূত্রের খবর বলছে, আবির গুলাল ছবির জন্য প্রায় ৫-১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ফাওয়াদ (Fawad Khan)।
আরো পড়ুন : জব্বর চমক জিতু-দিতিপ্রিয়ার, আরো কমল ‘পরিণীতা’র নম্বর! টপার হওয়ার লড়াইয়ে জগদ্ধাত্রী-ফুলকি
অথচ জানলে অবাক হবেন, পাকিস্তানে ছোটপর্দায় ধারাবাহিকে এক একটি পর্বের জন্য ১৫-২০ লক্ষ টাকা পারিশ্রমিক পান ফাওয়াদ। আর ছবির জন্য তিনি নিয়ে থাকেন প্রায় ২ কোটি টাকা। সেখানে ভারতে অভিনয় করে কয়েকগুণ বেশি উপার্জন করেছেন তিনি। অথচ এরপরেও ভারতের বিরুদ্ধে বারংবার মুখ খুলতে ছাড়েন না ফাওয়াদ খান।