দেবের কাছে হার মানলেন শুভশ্রী, সপ্তাহ শেষে কোটিতে আয় ‘খাদান’এর, কোথায় দাঁড়িয়ে ‘সন্তান’?

বাংলাহান্ট ডেস্ক : বড়দিনে কোন ছবি এগোলো, কোনটা পিছিয়ে থাকল তার হিসেব নিকেশ চললেও বাংলা ছবির ইন্ডাস্ট্রির আখেরে লাভ কিন্তু কম হচ্ছে না। চলতি বছর বড়দিনে মুক্তি পেয়েছে চার চারটি বাংলা ছবি। দেবের ‘খাদান’ (Khadaan), শুভশ্রী মিঠুনের ‘সন্তান’ থেকে ‘চালচিত্র’, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’, সবকটি ছবিই মুক্তি পেয়েছে একই দিনে। কিন্তু এক সপ্তাহ পর বক্স অফিসে কে কোথায় দাঁড়িয়ে আছে, হিসেবটা দেখে নিন।

এক সপ্তাহে কত আয় খাদান (Khadaan) আর সন্তানের

এমনিতে টলিউড বক্স অফিসে কান পাতলেই সবথেকে বেশি যে নামটা শোনা যাচ্ছে তা হল ‘খাদান’ (Khadaan)। ২০ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির দিনেই ছবিটি ব্যবসা করেছে ৮৪ লক্ষ টাকা দিয়ে। পরদিন শনিবারই আয় বেড়ে দাঁড়ায় ৯৬ লক্ষ টাকায়। রবিবার ছুটির দিনে আয়ের অঙ্ক পৌঁছে যায় সোজা ১.২০ কোটিতে। সোমবার আর মঙ্গলবার ব্যবসার অঙ্ক খানিক কমলেও বুধবার ফের ১.৫৩ কোটি আয় করেছে খাদান (Khadaan)। বৃহস্পতিবার ৬৭ লক্ষ টাকা বক্স অফিসে তুলেছে ছবিটি।

How much did khadaan and sontaan movies earn

বহুরূপীকেও টেক্কা দেবের: ৭ দিনের হিসেব করলে বক্স অফিসে সবার উপরে রয়েছে ‘খাদান’ (Khadaan)। মুক্তির পর থেকে এক সপ্তাহে এই ছবির আয় ৬.৫০ কোটি টাকা। জানিয়ে রাখি, পুজোয় দেবের ‘টেক্কা’কে টেক্কা দেওয়া ‘বহুরূপী’র ১০ দিনের আয়কে মাত্র ৭ দিনেই ছাপিয়ে গিয়েছে খাদান (Khadaan)। এক সপ্তাহের আয়ের ভিত্তিতে বাংলা ছবিগুলির তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছেন খাদান।

আরো পড়ুন : পরিবারেই ছিল অভিশাপ, কেউ বাঁচেননি ৫০-এর বেশি! নিজের মৃত্যুর পূর্বাভাস নিজেই পেয়েছিলেন বলিউড সুপারস্টার

কত আয় করল সন্তান: খাদান (Khadaan) এর পরেই রয়েছে রাজ চক্রবর্তীর ‘সন্তান’। তবে রাজ শুভশ্রীর ছবি অনেকটাই পিছিয়ে রয়েছে দেবের থেকে। মুক্তির দিনে এই ছবির আয় ছিল মাত্র ১২.৫০ লক্ষ টাকা। এক সপ্তাহে সন্তানের ঝুলিতে উঠেছে ১.৪৫ কোটি টাকা।

আরো পড়ুন : পূর্ণতা পায়নি ভালোবাসা, আজও এই প্রেমিকাকে ভুলতে পারেননি বিবেক ওবেরয়, তিনি কিন্তু ঐশ্বর্য নন!

তবে এই দুই হেভিওয়েট প্রযোজনার ছবির সঙ্গে এঁটে উঠতে পারছে চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেন। আসলে এই দুটি ছবির কোনোটাই সেভাবে প্রচার করে উঠতে পারেনি। এক সপ্তাহে চালচিত্রর আয়ের অঙ্ক ২৮.৫০ লক্ষ এবং ৫ নম্বর স্বপ্নময় লেন এর আয় ২১ লক্ষ টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর