জি বাংলাকে বড় ধাক্কা, কত কোটির বিনিময়ে চ্যানেল বদলালেন সৌরভ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন শোনা গিয়েছিল অনেক আগেই। তাতে শিলমোহরও দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর এবার তা বাস্তব হতে চলেছে। জি বাংলায় থামতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’। দর্শকদের বড় ঝটকা দিয়ে চ্যানেল বদলাতে চলেছেন ‘দাদা’। স্টার জলসায় নতুন দু দুটি নন ফিকশন শো নিয়ে কামব্যাক করতে চলেছেন তিনি। আপাতত নিয়েই চলছে চর্চা।

দাদাগিরি ছেড়ে নতুন চ্যানেলে সৌরভ (Sourav Ganguly)

জানা গিয়েছে, আগামী বছর থেকেই স্টার জলসায় শুরু হতে চলেছে সৌরভের (Sourav Ganguly) নতুন দুটি নন ফিকশন শো ‘বিগ বস বাংলা’ এবং আরেকটি নতুন কুইজ শো। এর জন্য নাকি জলসার সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন ‘মহারাজ’। শোনা যাচ্ছে, চার বছরের এই চুক্তির জন্য নাকি মোটা অঙ্কের টাকা দাবি করেছেন সৌরভ (Sourav Ganguly)। আর এই টাকার অঙ্কটা শুনেই কার্যত চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় সকলের।

How much did sourav ganguly take to change channel

কত টাকার চুক্তি করেছেন দাদা: সূত্রের খবর বলছে, প্রায় ১২৫ কোটি টাকার বিনিময়ে স্টার জলসার সঙ্গে চুক্তি করেছেন সৌরভ (Sourav Ganguly)। এই চুক্তি অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকেই নাকি নতুন শো দুটির কাজ শুরু করে দেবেন সৌরভ। আগামী ২০২৬ এর জুলাই মাস পর্যন্ত চুক্তিতে আবদ্ধ থাকবেন তিনি। এই সময়ের মধ্যে জি বাংলায় তাঁকে দেখা যাবে না বলেই খবর।

 আরো পড়ুন : মোদীর গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেই চিনের প্রতি বন্ধুত্বের বার্তা ইউনূসের! চাপ বাড়বে ভারতের?

হতাশ জি বাংলার দর্শকরা: দাদাগিরি থেকেই টেলিভিশনে জনপ্রিয়তা সৌরভের (Sourav Ganguly)। সঞ্চালক হিসেবে এই শোতেই প্রথম দায়িত্ব গ্রহণ করেন তিনি। সৌরভ (Sourav Ganguly) বরাবর বলেছেন, তিনি সঞ্চালনা করতে পারবেন তা কোনোদিন ভাবেননি। তিনি যে একটানা এত কথা বলে যেতে পারেন সেটাই নাকি কখনো ভাবেননি। কিন্তু জি বাংলায় তাঁকে আপাতত আর দেখা যাবে না শুনেই বিমর্ষ দর্শকরা।

আরো পড়ুন : দেশের অজানা ইতিহাসে মন্ত্রমুগ্ধ দর্শক, সলমন-সানিকে দশ গোল দিয়ে “ইতিহাস” গড়ল ‘ছাভা’

সৌরভ যদিও উচ্ছ্বসিত নতুন দুই শো নিয়ে। তিনি বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল টেলিভিশন। স্টার জলসার সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। সৌরভের কথায়, ক্রিকেটের বাইরে থেকেও মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন তিনি। এবার আরো ভালো কিছু উপহার দেওয়ার আশা নিয়ে ফিরছেন সৌরভ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X