বাংলা সিনেমার চিরকালের সবথেকে দামি অভিনেত্রী! একটা ছবির জন্য সুচিত্রা সেনের পারিশ্রমিক কত ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনেমা যতদিন থাকবে উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেনকেও (Suchitra Sen) মানুষ ততদিন মনে রাখবে। নিত্যনতুন যত অ্যাওয়ার্ড, পুরস্কারের আয়োজনই করা হোক না কেন, আপামর বাঙালির কাছে মহানায়ক এবং মহানায়িকা বলতে উত্তম এবং সুচিত্রা এই দুটো নামই স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে চিরদিন।

বাংলা সিনেমার স্বর্ণযুগের আইকনিক জুটি উত্তম সুচিত্রা। ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে যতটাই মধুর সম্পর্ক ছিল, পেশাগত ক্ষেত্রে তাঁদের মধ্যে প্রতিযোগিতাও কিন্তু কোনো অংশে কম ছিল না। সেই সময়ের নিরিখে দুজনের পারিশ্রমিকের অঙ্ক ছিল চোখ ধাঁধানো। মহানায়ক উত্তম কুমারের পারিশ্রমিক আগেই জানিয়েছিলাম। মহানায়িকা সুচিত্রা সেন কত বেতন ধার্য করতেন এক একটা ছবির জন্য?

   

How much did Suchitra sen get as salary

শুধু নামেই নয়, সুচিত্রা সেন আক্ষরিক অর্থেই ছিলেন মহানায়িকা। তাঁর চলন বলন সবকিছুর মধ্যেই থাকত আভিজাত্যের ছোঁয়া। তাঁর সময়ের পর থেকে এত বছর কেটে গেলেও বাংলা সিনেমা জগতের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা হিসেবে কিন্তু তাঁর নামটাই লেখা হয়ে গিয়েছে। এত বছর পরেও তাঁকে ছাপিয়ে যেতে পারেননি কেউই।

জানা যায়, ষাটের দশকে এক একটি ছবির জন্য সুচিত্রা সেনের পারিশ্রমিক ছিল ৬০-৭০ হাজার টাকা। তিনিই ইন্ডাস্ট্রির প্রথম তারকা যিনি নিয়মিত ভাবে এক লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেন। হার মানা হার এবং নবরাগ ছবির জন্য ১ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। গৃহদাহ এবং দত্তা দুটি ছবির জন্যই ১ লক্ষ ২৫ হাজার টাকা করে পেয়েছিলেন মহানায়িকা।

সুচিত্রা সেনের সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীরা সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়রা পেতেন আনুমানিক ৩০ হাজার টাকা। এমনকি উত্তম কুমারও সুচিত্রার থেকে কম পারিশ্রমিক পেতেন। উল্লেখ্য, সেই সময়ে দাঁড়িয়ে সুচিত্রা সেন যে অঙ্কের পারিশ্রমিকটা নিতেন, সেটা এখনকার সময়ে বেড়ে দাঁড়ায় প্রায় ৮০-৯০ লক্ষ টাকা যা কিনা বর্তমান সময়ের প্রথম সারির অভিনেতাদের মিলিত পারিশ্রমিকের থেকেও বেশি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর