কত টাকা বেতন পান একজন IAS অফিসার, কী কী সুবিধা দেওয়া হয় তাদের! রইল খুঁটিনাটি তথ্য

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে একটি অন্যতম কঠিন পরীক্ষা হল UPSC। আর এই পরীক্ষায় সফলতা লাভের পরই IAS অফিসার হয়ে দেশের প্রশাসনিক পদগুলিতে কাজ করার সুযোগ পান যোগ্য প্রার্থীরা। পাশাপাশি, এই পরীক্ষায় পাশ করার জন্য হাজার হাজার প্রার্থী বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন। এমতাবস্থায়, আপনিও যদি এই পদ এবং চাকরি সম্পর্কে আগ্রহী হন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই প্রতিবেদনে আমরা একজন IAS অফিসারের কাজের ধরণ, বেতন এবং সমস্ত সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য উপস্থাপিত করতে চলেছি।

বিভিন্ন মন্ত্রণালয়ে IAS অফিসারদের নিয়োগ করা হয়:
সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করার পরে, প্রার্থীদের প্রথমে ইন্টারভিউ নেওয়া হয়। তারপর সেখানে নির্বাচিত হয়ে তিনি একজন IAS অফিসার হিসেবে কাজ করতে পারেন। মূলত, IAS অফিসারদের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনিক বিভাগে নিয়োগ করা হয়। এমতাবস্থায়, প্রতিটি বিভাগ এবং মন্ত্রণালয়ের পরিপ্রেক্ষিতে IAS অফিসারদের বেতনও নির্ধারণ করা হয়। যা তাঁদের পদমর্যাদার ভিত্তিতে নির্ধারিত হয়।

মূলত, ক্যাবিনেট সেক্রেটারি (Cabinet Secretary) পদটিকে একজন IAS অফিসারের জন্য সবচেয়ে “সিনিয়র” বলে মনে করা হয় এবং এই পদে থাকা অফিসারদের বেতনও হয় লক্ষাধিক। এছাড়াও, তাঁদের বিভিন্ন ধরনের ভাতাও দেওয়া হয়। পাশাপাশি তাঁরা ড্রাইভার, বাড়ি এবং বিভিন্ন কর্মচারীদের সুবিধাও পান।

IAS অফিসারের বেতন এবং ভাতা:
একজন IAS অফিসারের বেতন সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে নির্ধারণ করা হয়। যেখানে একজন সাধারণ পদের IAS অফিসার প্রতি মাসে ৫৬,১০০ টাকা বেতন পান। এছাড়াও, তিনি ভ্রমণ এবং মহার্ঘ ভাতা পান। এমতাবস্থায়, একজন IAS অফিসার প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা আয় করেন। যার মধ্যে অতিরিক্ত ভাতাও যুক্ত রয়েছে।

পাশাপাশি, মন্ত্রিপরিষদের সচিব পদে থাকা IAS অফিসারদের প্রতি মাসে ২ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। এছাড়াও, তাঁরা সরকার থেকে মেডিক্যাল অ্যালাওয়েন্স, হোম অ্যালাওয়েন্স এবং কনভেন্স অ্যালাওয়েন্স পান। এমতাবস্থায়, একজন ক্যাবিনেট সেক্রেটারি স্তরের IAS অফিসারের বেতন প্রতি মাসে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা হতে পারে।

IAS অফিসারদের জন্য উপলব্ধ অন্যান্য সুবিধা:
একজন IAS অফিসারের বেতন এবং ভাতা তাঁর পে-ব্যান্ড অনুযায়ী নির্ধারিত হয়। যার মধ্যে রয়েছে জুনিয়র স্কেল, সিনিয়র স্কেল এবং সুপার টাইম স্কেল। এইরকম পরিস্থিতিতে, মূল বেতন এবং গ্রেড ছাড়াও এই IAS অফিসারদের দেওয়া হয় মহার্ঘ ভাতা (DA), হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA), মেডিক্যাল অ্যালাওয়েন্স (MA) এবং কনভেন্স অ্যালাওয়েন্স (CA)।

IAS 960x502 1

এগুলি ছাড়াও IAS অফিসারদের পে-ব্যান্ডের ভিত্তিতে সরকারি বাড়ি এবং গাড়ি দেওয়া হয়। পাশাপাশি, তাঁদের সাহায্য করার জন্য বাবুর্চি, ড্রাইভার এবং মালি সহ অন্যান্য কর্মীর সুবিধাও প্রদান করা হয়। এমতাবস্থায়, একজন IAS অফিসারের যতবার পোস্টিং হয়, ততবারই তিনি সমস্ত কর্মীদের সুবিধা পান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর