এক বছরের আয়েই কাটিয়ে দেওয়া যাবে জীবন, শাহরুখ-সলমনদের রক্ষা করার জন‍্য এত টাকা পান দেহরক্ষীরা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটি হলে দেহরক্ষী (Bodyguard) রাখা আবশ‍্যক। বিশেষ করে বলিউড তারকারা দেহরক্ষী ছাড়া এক পাও নড়েন না কোথাও। অত‍্যুৎসাহী ভক্তদের থেকে বাঁচানো থেকে শুরু করে গাড়ির দরজা খুলে দেওয়া, মাথার উপরে ছাতা ধরা থেকে টুকটাক অনেক কাজই করতে হয় দেহরক্ষীদের।

বিনিময়ে অবশ‍্য মাস গেলে একটা মোটা অঙ্কের চেক ঢোকে তাঁদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই সংখ‍্যাটা কিন্তু একেবারেই হেলাফেলা করার মতো নয়। বরং তারকাদের রক্ষা করার জন‍্য একজন দেহরক্ষী যে পারিশ্রমিকটা পান, একজন নামী সংস্থার সিইওর পারিশ্রমিকও তার থেকে কম বই বেশি হবে না। আজ এই প্রতিবেদনে থাকছে বলিউড ইন্ডাস্ট্রির কয়েকজন প্রথম সারির তারকাদের দেহরক্ষীর আনুমানিক পারিশ্রমিকের খতিয়ান-


শাহরুখ খান– বলিউডের কিং খান। তাঁকে এক ঝলক দেখার জন‍্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। এই পরিমাণ ফ‍্যানবেস ছাড়াও সাংবাদিকদের ভিড় বাঁচিয়ে শাহরুখকে সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়ার জন‍্য সবসময় তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকেন রবি সিং। অভিনেতার এক রকম পরিবারের সদস‍্য হয়ে উঠেছেন রবি। তাঁর পারিশ্রমিক বছরে প্রায় আড়াই কোটি টাকা।


সলমন খান– ভাইজানের অন‍্যতম কাছের মানুষ তাঁর দেহরক্ষী শেরা। সলমন যেখানেই যান তাঁর পাশে পাশে থাকেন তিনি। শেরাকে খুব ভালোওবাসেন ভাইজান। সূত্রের খবর মানলে, শেরাকে পারিশ্রমিক হিসাবে ২ কোটি টাকা দেন অভিনেতা। এছাড়াও তাঁর জন‍্য আরো অনেক কিছুই করেন সলমন।


আমির খান– আমিরের দেহরক্ষী হওয়ার জন‍্য বছরে ২ কোটি টাকা পারিশ্রমিক পান যুবরাজ ঘোরপড়ে। দেশের বেশ কিছু বড় সংস্থার কর্ণধারের পারিশ্রমিকও এত বেশি না।


অমিতাভ বচ্চন– শোনা যায়, দেহরক্ষী জিতেন্দর শিন্ডেকে বছরে ১.২ কোটি টাকা পারিশ্রমিক দেন বিগ বি। যদি অপর এক সূত্র বলে, এ খবর ভুয়ো। অমিতাভের ব‍্যক্তিগত দেহরক্ষীকে অনেক আগেই কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে।


অক্ষয় কুমার– ভক্তদের ভিড় থেকে বাঁচিয়ে রাখার জন‍্য দেহরক্ষী তথা ভাল বন্ধু শ্রেসে থেলেকে বার্ষিক ১.২ কোটি টাকা দেন অভিনেতা।


দীপিকা পাডুকোন– ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় ভক্তদের ভালবাসার অত‍্যাচারও কম সইতে হয় না। সব রকম পরিস্থিতি থেকে রক্ষা করার জন‍্য দেহরক্ষী জালালকে বছরে প্রায় ৮০ লাখ টাকা দেন দীপিকা। উল্লেখ‍্য, দেহরক্ষী কিন্তু তাঁর রাখি ভাইও বটে।


আলিয়া ভাট– সুনীল তালেকর আলিয়াকে ছোট্টবেলা থেকে রক্ষা করে আসছেন। এখনো তিনিই তাঁর দেহরক্ষী। বছরে প্রায় ৫০ লাখ টাকা পারিশ্রমিক দেন আলিয়া।

সম্পর্কিত খবর

X