মেদিনীপুরের মেয়ে, ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল জীবন, ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়ার মাস গেলে রোজগার কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা ইউটিউব কমিউনিটিতে এক অতি জনপ্রিয় নাম মহুয়া গঙ্গোপাধ্যায়। তাঁর ইউটিউব চ্যানেল ‘প্রবাসে ঘরকন্না’র (Probase Ghorkonna) নাম ছড়িয়েছে লোকের মুখে মুখে। মেদিনীপুরের মেয়ে মহুয়া স্বামীর কর্মসূত্রে থাকেন সুদূর ক্যালিফোর্নিয়ায়। কিন্তু মনেপ্রাণে তিনি আদ্যোপান্ত বাঙালি। বিদেশে এই বাঙালি পরিবারের ছিমছাম জীবনযাত্রা, বিশেষ করে মহুয়ার সরল সুন্দর, আন্তরিকতা মন ছুঁয়ে গিয়েছে সকলের। তাই ইউটিউব জগতে প্রবাসে ঘরকন্নার জনপ্রিয়তাও বাড়ছে পাল্লা দিয়ে।

প্রবাসে ঘরকন্নার (Probase Ghorkonna) মহুয়া জিতেছেন সবার মন

‘নমস্কার কেমন আছেন সবাই…’, মহুয়ার সুরেলা ভঙ্গিতে এই লাইনটির ভক্ত হয়ে উঠেছেন সবাই। শ্বশুরবাড়ি হালিশহরে হলেও বিগত প্রায় এক দশক ধরে মার্কিন নিবাসী মহুয়া এবং তাঁর পরিবার। আমেরিকায় জীবনযাত্রা কেমন তারই খুঁটিনাটি ঝলক নিজের ভ্লগে (Probase Ghorkonna) তুলে ধরেন তিনি। তাঁর দৈনন্দিন জীবনযাপন দেখতেই মুঠোফোনের স্ক্রিনে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ।

How much does probase ghorkonna mohua earn in a month

কী দেখান তিনি ভিডিওতে: এর আগে দিদি নাম্বার ওয়ানে এসে মহুয়া বলেছিলেন, আমেরিকার জীবন নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল। সেই থেকেই তাঁর মাথায় ভ্লগ করার ভাবনা আসে। আমেরিকায় সবজির কেমন দাম, সেখানে বাড়ি কীভাবে তৈরি হয়, ছেলেমেয়েদের স্কুলের পঠনপাঠন কেমন হয়, এমন নানান বিষয় গল্প করার মতো করে তুলে ধরেন তিনি। এক একটি ভিডিওতে ভিউ হয় কয়েক লক্ষ। প্রবাসে ঘরকন্না (Probase Ghorkonna) ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১০ লক্ষ ছুঁইছুঁই।

আরো পড়ুন : সবার সামনে বাবা মাকে তুইতোকারি! বিয়ের আগে কটাক্ষের মুখে অনন্যা, কী যুক্তি দিলেন দিদি অলকানন্দা?

কেমন উপার্জন করেন তিনি: এমতাবস্থায় অনেকের মনেই যে প্রশ্নটা জাগে তা হল, মাস গেলে ইউটিউব (Probase Ghorkonna) থেকে কত আয় করেন মহুয়া? ক্যালিফোর্নিয়ার মতো দামী জায়গায় ইউটিউব কেরিয়ার থেকে কেমন উপার্জন হতে পারে? তবে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কঠিন। কারণ ইউটিউবের পেমেন্ট নির্ভর করে ভিউ এবং সাবস্ক্রাইবারের উপরে। একটি রিপোর্ট থেকে জানা যায়, নতুন বছরে প্রথম দু সপ্তাহে ৮০০০ সাবস্ক্রাইবার বেড়েছে তাঁর। এর জেরে বেড়েছে ভিউ এবং আয়।

আরো পড়ুন : জেলেই দমিয়ে রাখার ফন্দি, বাংলাদেশের উচ্চ আদালতেও জামিনের আশা ক্ষীণ চিন্ময় কৃষ্ণের?

রিপোর্ট বলছে, এই ভিউ থেকে প্রায় ৪১১ ডলার থেকে প্রায় ৯ হাজার ৩০০ ডলার পর্যন্ত রোজগার করতে পারেন তিনি। এই অঙ্ক হল ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৬২১ টাকা থেকে ৮ লক্ষ ৬ হাজার ২৪ টাকা পর্যন্ত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর