মাস গেলে কত টাকা ইলেকট্রিক বিল দেন শাহরুখ-সলমন? ১ বছরের বেতনও হবে না অত!

বাংলাহান্ট ডেস্ক : ইলেকট্রিক (Electric) ছাড়া মানুষের জীবন অচল। গরম লাগছে? সুইচ টিপলেই ফ্যান, এসির হাওয়া। নিত্যনতুন স্টাইলের আলো বাজারে আসছে আধুনিক বাড়ির জন্য। আর বিনোদনের জন্য তো রয়েছেই টিভি, হোম থিয়েটার। কিন্তু বিদ্যুৎ (Electric) ছাড়া কোনোটাই চলার জো নেই। তাই ইলেকট্রিসিটি অপরিহার্য। কিন্তু বিদ্যুৎ প্রয়োজন হলেও বিদ্যুতের (Electric) বিল দিতে গিয়ে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় অনেকের। বিল যাতে মাত্রা না ছাড়ায় তাই হিসেব করে করে চালাতে হয় আলো পাখা। সব মধ্যবিত্ত বাড়িতেই এক গল্প।

বলিউড তারকাদের ইলেকট্রিক (Electric) বিল কত আসে?

মধ্যবিত্ত পরিবারে ইলেকট্রিক (Electric) বিল একটা বড় ভয়ের বিষয়। মাত্র ১০০০-২০০০ এই কালঘাম ছুটে যাওয়ার অবস্থা হয়। তারকারা কত টাকার বিল দেয় জানেন? বলিউডের হেভিওয়েট তারকাদের বাড়িও এক একটি অট্টালিকার চেয়ে কম নয়। সেসব বাড়ির জন্য কত আসে ইলেকট্রিক (Electric) বিল?

আরো পড়ুন : বাজেট ৪৫ কোটি, আয় ৬০ হাজার! ফ্রিতেও দেখে না দর্শক, বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবির নায়ক নায়িকা কারা?

দীপিকা পাডুকোন রণবীর সিং– বলিউডের প্রথম সারির তারকা জুটি দীপিকা রণবীর। সদ্য নতুন বাড়িও কিনেছেন তাঁরা। সি ফেসিং এই অ্যাপার্টমেন্টে ইলেকট্রিক (Electric) বিল আসে প্রায় ১৩-১৫ লক্ষ।

আরো পড়ুন : ছিঃ! রবীন্দ্রনাথকে নিয়ে অশালীন মশকরা কপিলের শোতে, ‘ডেডলাইন’ দিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি ক্ষুব্ধ শ্রীজাতর

ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ– নিজের থেকে বয়সে ছোট ভিকিকে বিয়ে করেছেন ক্যাটরিনা। কেরিয়ারের দিক দিয়েও অভিনেত্রীর থেকে পিছিয়ে রয়েছেন ভিকি। তবুও দুজনে পরস্পরকে ভালোবেসে সাজিয়েছেন সংসার। বিয়ের পরপর তাঁদের সুদৃশ্য অ্যাপার্টমেন্টের ছবি তাক লাগিয়েছিল সকলকে। রিপোর্ট মোতাবেক, মাস গেলে নাকি ৮-১০ লক্ষ টাকা বিল দিতে হয় এই ৪ বিএইচকে এর জন্য।

সলমন খান– মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন সলমন খান। ইন্ডাস্ট্রির খ্যাতনামা তারকা হলেও তিনি নাকি থাকেন সাদামাটা ভাবে। তবুও তাঁর ইলেকট্রিক (Electric) বিল আসে প্রায় ২৩-২৫ লক্ষ টাকা।

Electric

সইফ আলি খান করিনা কাপুর খান– পুরনো বাড়ি ছেড়ে নতুন ঝাঁ চকচকে বাড়িতে উঠে গিয়েছেন এই হেভিওয়েট জুটি। মাস গেলে তাঁদের ইলেকট্রিক (Electric) বিল নাকি আসে প্রায় ৩০-৩২ লক্ষ টাকা।

Electric

শাহরুখ খান– বিশাল অট্টালিকা মন্নতে থাকেন শাহরুখ। বিলাসব্যসনের সবরকম সুবিধা রয়েছে এখানে। আবার বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষেও আলোয় সেজে ওঠে মন্নত। এর ইলেকট্রিক বিলের খরচ কম নয়। সূত্রের খবর মানলে, মন্নতের জন্য নাকি ৪৩-৪৫ লক্ষ টাকা বিল দিতে হয় কিং খানকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর