বাংলাহান্ট ডেস্ক : কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নায়িকাদের মধ্যে যাঁর নাম না করলেই নয়, তিনি শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। সত্যজিতের হাত ধরেই অভিনয়ে পা রাখা তাঁর। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অমর সৃষ্টি ‘অপুর সংসার’ দিয়ে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করেন তিনি। তখন তাঁর বয়স মোটে ১৩ বছর। কিন্তু ওই বয়সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে দাপুটে অভিনয় করে নিজের ছাপ রেখেছিলেন শর্মিলা (Sharmila Tagore)।
অপুর সংসার ছবিতে প্রথম অভিনয় শর্মিলার (Sharmila Tagore)
‘অপু ট্রিলজি’র তৃতীয় তথা শেষ ছবি অপুর সংসার। যুবক অপু শহর ছেড়ে ফিরে আসে গ্রামে। জীবন বয়ে চলে এক অন্য খাতে। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে সত্যজিতের এক অনন্য আবিষ্কার শর্মিলা ঠাকুর। তরুণী শর্মিলাকে (Sharmila Tagore) নিজের মন মতো করে গড়ে তুলেছিলেন সত্যজিৎ। প্রথম ছবিতেই তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।
আরো পড়ুন : সুদীপাকে সরিয়ে সঞ্চালিকা কনীনিকা, কত উঠল TRP? দর্শকরা আদৌ দেখছেন ‘রান্নাঘর’?
কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী
ছবিতে অপু অর্থাৎ সৌমিত্রর স্ত্রী অপর্ণার ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা (Sharmila Tagore)। সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় তাঁর। জানেন কি এই ছবির জন্য সে সময় কত পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)? শোনা যায়, অপুর সংসার ছবিতে অভিনয়ের জন্য নাকি ৫০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।
আরো পড়ুন : ‘খুব একা লাগত, বসে বসে কাঁদতাম’, যিশুর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই অবসাদ নিয়ে সরব নীলাঞ্জনা
কী করেছিলেন ওই টাকা দিয়ে
তবে শুধু আর্থিক মূল্যই নয়, স্বয়ং সত্যজিতের থেকে আরো দুটি উপহারও পেয়েছিলেন শর্মিলা (Sharmila Tagore)। একটি শাড়ি এবং একটি ঘড়ি। পরবর্তীতে সাক্ষাৎকারে শর্মিলা জানিয়েছিলেন, ওই ৫০০০ টাকা দিয়ে সোনার হার, কানের দুল আর চুড়ি কিনেছিলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৫৯ সালের ১ লা মে মুক্তি পেয়েছিল অপুর সংসার। এ বছরই ৬৫ তে পা দিল ছবিটি। অপুর সংসার মুক্তির একদিন পরেই ছিল সত্যজিৎ রায়ের ৩৮ তম জন্মদিন। বাংলা ছবির জগতে ক্লাসিক ছবিগুলির তালিকায় নাম রয়েছে এই ছবির। এই ছবির পর থেকেই জনপ্রিয়তার শিখরে ওঠেন শর্মিলা।