বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের (Dhirubhai Ambani International School) অ্যানুয়াল ডে-র অনুষ্ঠানের একগুচ্ছ ছবি, ভিডিও। শাহরুখ খানের ছেলে থেকে অমিতাভ বচ্চনের নাতনি সহ একাধিক স্টার কিডের পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। তারকাদের ছোটখাট মেলা বসে গিয়েছিল স্কুলে। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন এসেছে, এমন এক স্কুল যেখানে তাবড় তারকাদের সন্তানরা পড়াশোনা করে, তার বেতন কত হবে?
ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে (Dhirubhai Ambani International School) হয় অ্যানুয়াল ডে
মুম্বই এর ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) দেশ তথা বিশ্বের অন্যতম নামী স্কুলগুলির মধ্যে অন্যতম। বিশ্বমানের পড়াশোনার সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৩ সালে এই স্কুল শুরু করেন মুকেশ পত্নি নীতা অম্বানি। বর্তমানে অবশ্য এই স্কুল চালনা করেন তাঁদের মেয়ে ইশা। প্রতি বছরই ডিসেম্বর মাসে অ্যানুয়াল ডে উপলক্ষে তারকাদের হাট বসে এই স্কুলে। উপস্থিত থাকেন স্বয়ং নীতা অম্বানি। বলাই বাহুল্য, এমন একটি স্কুলে ভর্তি হওয়ার খরচ বড় কম নয়।
কীভাবে হয় পড়াশোনা: বলিউড তথা দেশের নামীদামি বিনোদন তারকা থেকে খ্যাতনামা ব্যক্তিত্বদের সন্তানরা পড়েন এই স্কুলে। স্কুলটি CISCE (Council for the Indian School Certificate Examinations) এবং CAIE (Cambridge Assessment International Education) অধিভুক্ত। দশম শ্রেণি পর্যন্ত রয়েছে ICSE, IGCSE বোর্ড। এরপর ১১ এবং ১২ ক্লাসের জন্য রয়েছে স্কুলটি IB (International Baccalaureate) দ্বারা অনুমোদিত।
আরো পড়ুন : প্রেম প্রস্তাব দিয়েছিলেন রাহুল, ‘চিরদিনই তুমি যে আমার’ বলতে কত সময় নিয়েছিলেন প্রিয়াঙ্কা?
বেতন কত দিতে হয়: সূত্রের খবর অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের (Dhirubhai Ambani International School) বেতন পরিকাঠামো রয়েছে কিন্ডারগার্টেন এর জন্য ১,৪০০,০০০ টাকা থেকে দ্বাদশ শ্রেণির জন্য ২,০০০,০০০ টাকা। বই, ইউনিফর্ম, যাতায়াতের খরচ সহ অন্যান্য খরচ ধরা হয় এই বেতনের মধ্যে। তবে যোগ্য পড়ুয়াদের জন্য স্কলারশিপ এবং সাহায্য অর্থের ব্যবস্থাও রয়েছে এই স্কুলে।
আরো পড়ুন : শুরুতেই ফ্লপ, পরে ২৫ কোটি টাকার টিকিট বিক্রি! বাহুবলী-পুষ্পা নয়, এটাই সবথেকে বেশি বার দেখা ভারতীয় সিনেমা
বর্তমানে আরাধ্যা বচ্চন, আব্রাম খান, তৈমুর এবং জাহাঙ্গীর আলি খান এর মতো তারকা সন্তানরা পড়াশোনা করে ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে (Dhirubhai Ambani International School)। এর আগে জাহ্নবী কাপুর, খুশি কাপুর, আরিয়ান খান, সুহানা খান, ইব্রাহিম আলি খান, সারা তেন্ডুলকর, নিসা দেবগণের মতো তারকা সন্তানরাও পড়েছেন এই স্কুলে।