অভিনেত্রী থেকে নেত্রী! জানেন ‘দিদি নম্বর ১’এর জন্য কত টাকা নেন তৃণমূল সাংসদ রচনা?

বাংলা হান্ট ডেস্কঃ অভিনয় হোক বা রাজনীতি, সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। নিজ গুণে কেড়ে নিয়েছেন সবার নজর। ১৯৯৩ সালে ‘দান প্রতিদান’ ছবির মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে চার দশকের অধিক সময়। বর্তমানে শুধু অভিনেত্রী নন, তাঁর নামের পাশে জুড়েছে ‘নেত্রী’ তকমা।

  • ‘দিদি নম্বর ১’এর জন্য কত পারিশ্রমিক নেন রচনা (Rachana Banerjee)?

চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে না লেখান পর্দার ‘দিদি নম্বর ১’ (Didi No 1)। হুগলি লোকসভা কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। হেভিওয়েট লকেট চট্টোপাধ্যায় পরাজিত করে সাংসদ হয়েছেন। বর্তমানে ‘দিদি নম্বর ১’ সঞ্চালনার পাশাপাশি সাংসদ হিসেবেও নিজের দায়িত্ব পালন করছেন তিনি।

নায়িকা হিসেবে একটানা টলিউডে রাজত্ব করার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন রচনা (Rachana Banerjee)। ২০১২ সালে জি বাংলার ‘দিদি নম্বর ১’এর হাত ধরে ফের দর্শকদের সামনে হাজির হন। বর্তমানে এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। তাঁকে ছাড়া ‘দিদি নম্বর ১’ হিসেবে অন্য কাউকে কল্পনাই করতে পারেন না বহু দর্শক। জি বাংলার এই জনপ্রিয় শোয়ের জন্য রচনা কত টাকা পারিশ্রমিক নেন জানেন?

আরও পড়ুনঃ এক সপ্তাহ পর…! এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

টলিউডের (Tollywood) অন্যতম সিনিয়র অভিনেত্রী, ছোটপর্দাতেও ভীষণ সফল। স্বাভাবিকভাবেই রচনার পারিশ্রমিক যে নেহাত কম হবে না, তা আন্দাজ করে নেওয়াই যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সমাজমাধ্যম এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ‘দিদি নম্বর ১’এর প্রত্যেক পর্ব পিছু ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন রচনা। যদিও তার সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

rachana banerjee didi no 1

উল্লেখ্য, সঞ্চালনা থেকে শুরু করে নিজস্ব ব্যবসা, পাশাপাশি নানান ইভেন্টেও ডাক পড়ে এই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের। বিভিন্ন জায়গায় শো করতেও দেখা যায় তাঁকে। এখন আবার নাম লিখিয়েছেন রাজনীতির দুনিয়ায়। ফলে রচনা (Rachana Banerjee) যে দু’হাতে রোজগার করেন, তা নিয়ে কোনও সংশয় নেই। কাজ এবং পরিবার, এই নিয়েই সময় কাটে পর্দার ‘দিদি নম্বর ১’এর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর