বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে এখন শুধুই ‘পুষ্পা’ জ্বর। বছর দুই আগে পুষ্পারাজ হয়ে ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ছবির সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তি পেতে না পেতেই একের পর এক রেকর্ড ভাঙছে ছবিটি। এর মধ্যেই ৮০০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছে পুষ্পা।
অপ্রতিরোধ্য আল্লু অর্জুনের (Allu Arjun) পুষ্পা ২
চলতি বছরের বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা ২। আল্লুকেও (Allu Arjun) পুষ্পারাজ হিসেবে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। প্রেক্ষাগৃহ উপচে পড়ছে সিনেপ্রেমীদের ভিড়ে। বক্স অফিসে কার্যত অপ্রতিরোধ্য পুষ্পা ২। বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবিকে ইতিমধ্যেই ব্যবসার নিরিখে ছাপিয়ে গিয়েছে এই ছবি। আন্তর্জাতিক বক্স অফিসেও ধামাকা করছে আল্লুর (Allu Arjun) ছবি।
সর্বোচ্চ আয়করদাতাদের মধ্যে নাম: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এমনিতেই জনপ্রিয়তা ছিল আল্লুর (Allu Arjun)। পুষ্পা ফ্র্যাঞ্চাইজি তা আরো বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর আয়। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের মধ্যে সর্বাধিক করদাতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন অভিনেতা। দেশের সর্বোচ্চ ২২ জন করদাতাদের তালিকায় নাম তুলে ফেলেছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে মোট ১৪ কোটি টাকা আয়কর দিয়েছেন আল্লু অর্জুন (Allu Arjun)। পাশাপাশি মালয়ালম অভিনেতা মোহনলালও একি অঙ্কের টাকা আয়কর দিয়েছেন।
আরো পড়ুন : ফকির থেকে রাজা, বচ্চন বা খান নয়, একসময় ফল বেচত বলিউডের সবথেকে ধনী এই পরিবার!
কত টাকার সম্পত্তি রয়েছে: সূত্রের খবর মানলে, আল্লু অর্জুনের (Allu Arjun) নেট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৬০ কোটি টাকা। এক একটি ছবির জন্য কয়েক কোটি টাকা করে পারিশ্রমিক নেন তিনি। তবে শোনা যাচ্ছে, এই ছবির লাভের থেকে ৪০ শতাংশ পাবেন তিনি। বর্তমানে ৮০০ কোটি ছাড়িয়ে গিয়েছে পুষ্পা ২ এর এর ব্যবসার অঙ্ক। সেই হিসেবে প্রায় ৩০০ কোটি টাকা পাবেন আল্লু (Allu Arjun)।
আরো পড়ুন : মুখ্য চরিত্রে না পসন্দ, রণবীরকে ভিলেন ‘তমরাজ কিলবিশ’ বানাতে চান ‘OG’ শক্তিমান মুকেশ
প্রসঙ্গত, মুক্তির দিনই ২৯৪ কোটি টাকা তুলে রেকর্ড গড়েছে পুষ্পা ২ (Pushpa 2)। আরআরআর, বাহুবলী ২, কালকি ২৮৯৮ এডি এর মতো ছবিকে পেছনে ফেলে তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে আল্লু অর্জুনের ছবি। তবে সম্প্রতি এই ছবির জন্য এক রাত জেলেও কাটাতে হয়েছে আল্লুকে।