বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দেশে বিতর্ক এবং কমেডি প্রায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই কুরুচিকর মন্তব্য করে বিপদে পড়েছিলেন সময় রায়না, রণবীর এলাহাবাদিয়ারা। এবার তালিকায় জুড়ল আরো এক নাম, কুণাল কামরা (Kunal Kamra)। এটা অবশ্য তাঁর কাছে প্রথম নয়। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন কুণাল। এবার ফের বড়সড় বিপাকে পড়েছেন তিনি।
বিতর্কের অপর নাম কুণাল কামরা (Kunal Kamra)
সম্প্রতি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন কুণাল কামরা (Kunal Kamra)। মুহূর্তে সর্বত্র উঠে গিয়েছে ক্ষোভের ঝড়। যেখানে কামরার শো শুট করা হয়েছিল, সেই স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। দায়ের হয়েছে একগুচ্ছ এফআইআর। কিন্তু কে এই কুণাল কামরা (Kunal Kamra), যিনি বারংবার বিতর্কে জড়িয়ে পড়েন?
কতদূর পড়াশোনা করেছেন: ভারতের অন্যতম নামী স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। মূলত রাজনৈতিক বিষয়ে রসবোধ, ব্যঙ্গাত্মক মন্তব্যের জেরে বারেবারে চর্চায় উঠে এসেছেন তিনি। রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নির্ভীক মন্তব্য করে নজর কেড়ে নিয়েছেন তিনি প্রতিবার। তেমনি পাল্লা দিয়ে হয়েছে বিতর্কও। বহুবার বিপদে পড়েছেন কুণাল (Kunal Kamra)। জানলে অবাক হবেন, মুম্বইয়ের ছেলে কুণাল জয় হিন্দ কলেজে কমার্স নিয়ে ভর্তি হলেও সেকেন্ড ইয়ারেই কলেজ ছেড়ে দেন তিনি।
আরো পড়ুন : মোদীর ডাকে সাড়া! ভারত সফরে আসছেন পুতিন, জোরকদমে চলছে প্রস্তুতি
কমেডিতে কেরিয়ার গঠন: পড়াশোনা ছেড়ে একটি অ্যাড ফিল্ম প্রোডাকশন হাউজে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন কুণাল (Kunal Kamra)। দীর্ঘ ১১ বছর ধরে সেখানে কাজ করেছিলেন তিনি। কুণালের (Kunal Kamra) কমেডি কেরিয়ার শুরু হয় ২০১৩ সালে। ধীরে ধীরে উন্নতি করতে থাকেন তিনি। ২০১৭ তে তাঁর শোতে কানহাইয়া কুমার এবং উমর খলিদের এপিসোড বেশ ভাইরাল হয়েছিল। তাঁর জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে বিতর্কও।
আরো পড়ুন : সরাসরি চালকের পকেটে ঢুকবে লাভের টাকা! এবার বিশেষ ট্যাক্সি সার্ভিস চালু করার পথে কেন্দ্র
জানিয়ে রাখি, ইনস্টাগ্রামে প্রায় ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে কুণালের। অন্যদিকে ইউটিউবে ২.২৯ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। এক একটি শোয়ের জন্য প্রায় ১২-১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। রিপোর্ট বলছে, প্রায় ৪-৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে কুণালের।