বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা ভাইরাল হয়েছেন সেই তালিকায় নন্দিনী দিদির (Nandini) নাম না করলেই নয়। ডালহৌসিতে এক চিলতে ভাতের হোটেল থেকে এখন নিউটাউনে ঝাঁ চকচকে এসি রেস্তোরাঁ খুলেছেন তিনি। সেটা অবশ্য করে দিয়েছেন বাবার নামে। কিন্তু উন্নতির সঙ্গে সঙ্গে নাকি ‘অহংকার’ বেড়েছে বাবা মেয়ের। নিন্দুকরা এমনি অভিযোগ করে এখন। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতেও ধরা পড়ল তেমনি দৃশ্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দিনীর (Nandini) বাবার ভিডিও
ভিডিওতে দেখা গিয়েছে, এক গ্রাহককে কার্যত দূর দূর করে তাড়িয়ে দিলেন নন্দিনীর (Nandini) বাবা। তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, “এটার ভাড়া ৭০ হাজার, বুঝলে? তুমি কোথায় আছো? তুমি কি চাও ৩০ টাকা করে সবজি ভাত বিক্রি করব? তুমি যাও!” তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
কত দাম সবজি থালির: অথচ মজার কথা হল, ডালহৌসিতে পাইস হোটেল চালানোর তাঁকেই বিভিন্ন ভিডিওতে বলতে শোনা গিয়েছিল, যতদিন এই খাবারের ব্যবসা করবেন, ততদিন ৩০ টাকার থালিই পাওয়া যাবে তাঁর দোকানে। এখন অবশ্য সময় বদলেছে। বদলে গিয়েছে দোকানের হালও। নন্দিনীর (Nandini) নিউটাউনের রেস্তোরাঁয় সবজি ভাত খেতে গেলে এখন দাম পড়ে ১০০ টাকা।
আরো পড়ুন : উঠেছিল নায়িকা বদলের দাবি, স্লট লিডার হয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষল জি এর মেগা
কী কী পাওয়া যায়: এই ভেজ থালিতে পাওয়া যায় ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, দু রকমের তরকারি, পাঁপড় ভাজা আর লেবু। চিকেন থালি হলে দাম পড়বে আরো ১০০ টাকা বেশি, আর মাটন নিলে আরো ২০০ টাকা বেশি। পোলাও এবং ফ্রায়েড রাইসের দাম যথাক্রমে ১০০ এবং ১৫০ টাকা। এর আগে নন্দিনী দির (Nandini) বাবা জানিয়েছিলেন, মাসে নাকি ২ লক্ষ টাকা খরচ হয় এই রেস্তোরাঁর পেছনে।
আরো পড়ুন : ৮০০ পর্ব পেরিয়েও তুঙ্গে জনপ্রিয়তা, আরো TRP টানতে নতুন নায়কের এন্ট্রি জি এর সিরিয়ালে
এই রেস্তোরাঁর ভাড়া হিসেবে নাকি মাসে ৫০ হাজার টাকা দিতে হয়, এমনটাই আগে জানিয়েছিলেন নন্দিনীর বাবা। কিন্তু এবার ৭০ বলায় ট্রোলের মুখে পড়েছেন তিনি। এমনকি গ্রাহকদের সঙ্গে ভদ্র ব্যবহার করার পরামর্শও দিয়েছেন অনেকে।