হাত বাড়ালেই ছোঁয়া যাবে, লাগবে না এক টাকাও! শ্রেয়ার কনসার্ট টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় এবং সফল শিল্পীদের মধ্যে অন্যতম নাম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। মহিলা, পুরুষ নির্বিশেষে পছন্দ করেন তাঁকে। তাঁর সুরেলা কণ্ঠের ভক্ত সকলেই। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে শ্রেয়ার জনপ্রিয়তা। প্রায়ই দেশের বিভিন্ন শহরে কনসার্ট করে থাকেন তিনি। আগামীতে মুম্বইতে কনসার্ট করবেন শ্রেয়া (Shreya Ghoshal)। থাকেন তিনি। আগামীতে মুম্বইতে কনসার্ট করবেন শ্রেয়া।

খুব শীঘ্রই কনসার্ট করতে চলেছেন শ্রেয়া (Shreya Ghoshal)

আগামী ১০ ই মে মুম্বইতে কনসার্ট রয়েছে শ্রেয়ার। নিজের প্রাণের শহরে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন গায়িকা। মুম্বই বিকেসিতে হতে চলেছে শ্রেয়ার ‘অল হার্টস ট্যুর’ এর কনসার্ট। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরুও হয়ে গিয়েছে। মুম্বইতে শ্রেয়ার (Shreya Ghoshal) গান শুনতে হলে কত টাকা খরচ করতে হবে?

How much is shreya ghoshal concert ticket price

কত টাকা থেকে শুরু টিকিট: টিকিটের দাম শুরু হচ্ছে ১১৯৯ টাকা থেকে। এটা একেবারে জেনারেল স্ট্যান্ডিংয়ে। জায়গা একেবারে পেছনের সারিতে। এরপর রয়েছে গোল্ড সিটিং, প্ল্যাটিনাম সিটিং এবং ডায়মন্ড সিটিং ক্যাটেগরি। এইগুলির ক্ষেত্রে টিকিটের দাম পড়বে যথাক্রমে ৩৯৯৯, ৫৯৯৯ এবং ৯৯৯৯ টাকা।

আরো পড়ুন : পুরুলিয়ায় চালু নতুন ডবল লাইন! সবুজ সংকেত পেতেই ছুটল বন্দে ভারত

লাগবে না খরচ: এছাড়াও থাকছে একটি বিশেষ ব্যবস্থাপনাও। শ্রেয়ার (Shreya Ghoshal) ভক্তরা মঞ্চের একদম সামনে দাঁড়িয়েও কনসার্ট শুনতে পাবেন। এর জন্য একটি পয়সাও খরচ করতে হবে না। তবে এর জন্য টিকিট পাওয়া যাবে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ পন্থায়। এই ‘ফ্যানপিট’ অংশে একদম স্টেজের সামনে দাঁড়িয়ে গান শোনা যাবে।

আরো পড়ুন : মিছেই বদনাম সলমন, আসল “কালপ্রিট” ঐশ্বর্য! দাদার হয়ে মুখ খুললেন ভাই আরবাজ

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল শেষ হলেই ‘অল হার্টস ট্যুর”তিমধ্যে শুরু করবেন শ্রেয়া। প্রথমে ২৬ শে এপ্রিল গাইবেন সুরাটে। তারপর ১০ ই মে মুম্বই হয়ে ১০ ই জুন পারফর্ম করবেন হল্যান্ডে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X