বাথরুমের মতো ছোট ঘরে দিনযাপন, আজ প্রথম সারির নায়িকা শ্বেতা, বিয়েতে কত খরচ করছেন ‘শ্যামলী’ জানেন?

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই বিয়ের সানাই। লম্বা প্রেম পর্ব পেরিয়ে আগামীকালই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। পাত্র টেলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। ইতিমধ্যেই এই জুটির বিয়ে, রিসেপশনের কার্ড, ভেনু সবই এসেছে প্রকাশ্যে। ঝাঁ চকচকে রাজকীয় ভেনুতে বসতে চলেছে বিয়ের আসর। বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিতা ভৌমিক। সব মিলিয়ে বিয়েতে যে বড় অঙ্কের খরচ করতে চলেছেন শ্বেতা (Sweta Bhattacharya) তা বেশ বোঝা যাচ্ছে।

অতীতের সংগ্রামের কথা জানিয়েছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)

একটা সময় কার্যত নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা ছিল অভিনেত্রীর পরিবারের। শ্বেতা (Sweta Bhattacharya) নিজেই একাধিক বার উল্লেখ করেছেন আগেকার সংগ্রামের কথা। এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, বড়লোকদের বাথরুম যেমন হয়, তাঁরা তেমন একটি ঘরে থাকতেন। এমনও দিন গিয়েছে যে দুপুরে নুন দিয়ে ভাত খেলে রাতে কী খাবেন তার ঠিক ছিল না।

How much is sweta bhattacharya spending for her wedding

প্রতিভার জোরে পেয়েছেন সব: সেখান থেকে নিজের পরিশ্রম আর প্রতিভার জোরে আজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন শ্বেতা (Sweta Bhattacharya)। কাজ করেছেন বড়পর্দাতেও। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শ্বেতা ছোটপর্দার সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বিয়ের আয়োজনেও কোনো রকম ফাঁক রাখছেন না অভিনেত্রী।

আরো পড়ুন : ‘অনিন্দ্য কাকু নিজেই…’, চিরসখা-র প্রোমো দেখে ‘শ্রীময়ী ২’ বলে খোঁচা নেটিজেনদের

বিয়েতে বাজেট কত: বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা (Sweta Bhattacharya)। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে।

আরো পড়ুন : নাগাল পাবে না শত্রু শিবির! নিশ্ছিদ্র যোগাযোগে ভরসা দেশীয় প্রযুক্তিই, বিশেষ 5G ফোন পেল ভারতীয় সেনা

একটি নাচের রিয়েলিটি শো দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। তারপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে অভিনয় করছেন শ্বেতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর