বাংলাহান্ট ডেস্ক : জোড়া ধামাকা হতে চলেছে জি বাংলায়। সপ্তাহের শুরুতেই একসঙ্গে দু দুটি ধারাবাহিক (Serial) শুরু হতে চলেছে এই চ্যানেলে। ‘তুই আমার হিরো’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’, সন্ধ্যার স্লটে শুরু হচ্ছে এই দুই সিরিয়াল। ইতিমধ্যেই সামনে এসেছে দুটি সিরিয়ালের (Serial) প্রোমো। গল্প একেবারে আলাদা হলেও একদিক দিয়ে মিল রয়েছে দুটি সিরিয়ালের। দুই ধারাবাহিকেই নায়ক নায়িকার বয়সের ফারাক অনেকটাই বেশি। তাই নিয়েই চলছে ট্রোল।
শুরু হচ্ছে নতুন দুই সিরিয়াল (Serial)
১০ ই মার্চ, সোমবার থেকে সন্ধ্যা ছটার স্লটে শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial) ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকে প্রথম বার জুটি বাঁধছেন রুবেল দাস এবং মোহনা মাইতি। এই সিরিয়ালে মোহনার চরিত্রটি একজন সাদাসিধে মেয়ের। অন্যদিকে রুবেলকে দেখা যাবে একজন সুপারস্টারের ভূমিকায়। সিরিয়ালে (Serial) দুজনের মধ্যে বিয়ে হয়েই গিয়েছে। কিন্তু প্রেম গড়ে ওঠেনি এখনো।
বয়সের ফারাক কত রুবেল মোহনার: সম্প্রতি সিরিয়ালের (Serial) এক প্রচার অনুষ্ঠানে টাইটেল ট্র্যাকে নাচতে দেখা গিয়েছে দুজনকে। আর নায়ক নায়িকাকে পাশাপাশি দেখেই অনেকে ট্রোল করতে শুরু করেছেন। পাশাপাশি দুজনকে মোটেই নাকি মানাচ্ছে না, এমনি বক্তব্য কয়েকজনের। সেই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুজনের মধ্যে বয়সের ফারাক কত?
আরো পড়ুন : ফের লাঠি হাতে “রাজপথ দখল”, প্রতিবাদের স্লোগানে আবারও অশান্ত বাংলাদেশ
আগেও বড় নায়কের সঙ্গে করেছেন কাজ: জানিয়ে রাখি, রুবেলের বয়স বর্তমানে ৩৫ বছর। অন্যদিকে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী মোহনার বয়স সবে ১৯ বছর। দুজনের মধ্যে বয়সের পার্থক্য ১৬ বছরের। অবশ্য এর আগেও নিজের থেকে বয়সে বড় নায়কদের (Serial) সঙ্গেই কাজ করেছেন অভিনেত্রী। অন্যদিকে জি বাংলাতেই আরেকটি নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটায়।
আরো পড়ুন : ঘুরে যাবে খেলা, নতুন সিরিয়ালে এন্ট্রি “জাত” ভিলেনের! TRP-তে হবে পরিবর্তন?
‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের (Serial) গল্পটাই হল অসমবয়সী প্রেমিক যুগলের। নায়ক নায়িকা জিতু এবং দিতিপ্রিয়ার বয়সের ফারাক প্রায় ১১ বছরের। এই জুটি নিয়েও হয়েছে ট্রোল। বাবা মেয়ের জুটি বলে কটাক্ষ শানাতে দেখা গিয়েছে অনেককে। এবার সিরিয়ালে দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারে সিরিয়ালগুলি সেটাই দেখার।