বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের টেস্ট কেরিয়ার সরু সূতোর ওপর ঝুলছিল। যদিও গত ইনিংসে দুজনেই অর্ধশতরান করে নিজেদের অবস্থার কিছুটা উন্নতি করিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বলা যায় ইদানিং এই দুজনের পারফরম্যান্সের কোনও ধারাবাহিকতা নেই। গত প্রায় তিন বছর পূজারা কোনও সেঞ্চুরি করেননি এবং রাহানের শেষ টেস্ট সেঞ্চুরি ছিল ২০২০ এর শেষদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে ৭ উইকেটে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। ভারতের দ্বিতীয় ইনিংসে, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে দুর্দান্ত সংযম দেখিয়ে হাফ সেঞ্চুরি করেন, যার কারণে দলের স্কোর ২০০ ছাড়িয়ে যায়।
চেতেশ্বর পূজারা দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৩ রান করেন যার মধ্যে ১০ টি চার ছিল। একই সময়ে, অজিঙ্কা রাহানে ৭৮ বল খেলে ৫৮ রান যোগ করেন যার মধ্যে ৮ টি চার ও ১ টি ছক্কা ছিল। এখন ক্রিকেট ভক্তদের মনে এই প্রশ্ন উঠছে, এই একটা ইনিংসের জন্য আর কতদিন টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া হবে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেকে। একই কথা বলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।
সুনীল গাভাস্কার বলেছেন, ‘দেখুন, ভারতীয় দল তাদের সমর্থন করেছে কারণ তাদের অভিজ্ঞতা আছে এবং সকলেই জানেন ভারতীয় দলের জন্য তারা আগে কী করেছে। যতক্ষণ সিনিয়র ক্রিকেটাররা খেলছেন এবং ভালো খেলছেন, খারাপভাবে আউট হচ্ছেন না, ততক্ষণ এই সমন্বয় বজায় রাখতে হবে।’
চেতেশ্বর পূজারা ৯৪ টি টেস্ট ম্যাচ খেলে ৬৬৬১ রান করেছেন। এর মধ্যে ১৮টি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরানও রয়েছে তার। একই সময়ে, অজিঙ্কা রাহানে ৮১ টি টেস্ট ম্যাচে ৪৯২১ রান করেছেন, তার নামের পাশে ১২ টি টেস্ট শতরান এবং ২৫ টি হাফ সেঞ্চুরি রয়েছে।