কত টাকা বেতন পেতেন অঙ্কিতা, ফেরতই বা দিতে হবে কত? জানলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি কেলেঙ্কারি মামলায় সরগরম রাজ্য রাজনীতি। হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। শুধু চাকরি খোয়ানোই নয়, শিক্ষিকার চাকরি করা কালিন পাওয়া সমস্ত বেতনও তাঁকে ফেরত দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। কিন্তু কত টাকাই বা বেতন পেতেন অঙ্কিতা অধিকারী? কত টাকাই বা ফেরত দিতে হবে তাঁকে?

৪১ মাস অর্থাৎ প্রায় সাড়ে তিন বছর মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে নিযুক্ত ছিলেন অঙ্কিতা অধিকারী। স্কুল কর্তৃপক্ষের তরফে খবর, ২০১৮ সালের নভেম্বরে শেষে নিয়োগের সময় তাঁর বেতন ছিল ৩৮ হাজার ৬০০ টাকা। শেষে চাকরি খোয়ানোর সময় সেই বেতনই বেড়ে দাঁড়িয়েছিল ৪৭ হাজার ৫৬ টাকায়। ফলে মোটামুটি হিসেব অনুযায়ী, প্রায় ১৬ লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে মন্ত্রী কন্যাকে। এই বিপুল পরিমাণ টাকা ফেরানোর জন্য দুটি কিস্তির সুযোগ তিনি পাবেন বলেও জানিয়েছে আদালত। প্রথম কিস্তির তারিখটি হল আগামী ৭ জুন। এরপর ৭ জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় কিস্তিতে ফিরিয়ে দিতে হবে সমস্ত টাকা।

প্রসঙ্গত, মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে মন্ত্রীকন্যার নিয়োগকে ঘিরেই দানা বাঁধ রাশি রাশি অভিযোগ। বাবা পরেশ অধিকারী নিজের প্রভাব খাটিয়েই মেয়ের নাম চাকরি প্রার্থীদের তালিকার শীর্ষে ঢুকিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই এই মামলায় পরেশ অধিকারীকে একাধিকবার জেরা করেছে সিবিআই।

শুক্রবার হাইকোর্টে শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে, অবিলম্বে মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি বাতিল ঘোষণা করতে হবে। সেই সঙ্গে গত ৪১ মাস ধরে অঙ্কিতা অধিকারী যে বেতন পেয়েছেন, তা দুটি কিস্তিতে ফেরত দিতে হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। এমনকি আর কখনও নিজের শিক্ষিকা পরিচয়ও ব্যবহার করতে পারবেন না তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর