সিনেমা তো সুপারহিট! ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করে কোন তারকা কত টাকা পুরলেন পকেটে?

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story)। যদিও সমস্ত বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যবসার দিক থেকে ব্যাপক সাফল্য পেয়েছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবি। বলিপাড়া (Bollywood) সূত্রের খবর, এই ছবি তৈরি করতে প্রায় ৪০ কোটি টাকা খরচ করতে হয়েছে প্রযোজনা সংস্থাকে। যদিও মুক্তির চতুর্থ দিনেই সেই টাকা উঠে এসেছে। মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অদা শর্মা (Adah Sharma)।

স্বল্প বাজেটের ছবি হওয়ার কারণে বলিউডের কোন তাবড় অভিনেতা বা অভিনেত্রীকে দেখা যায়নি সুদীপ্ত সেনের ‘ দ্য কেরালা স্টোরি’তে। তবে এই ছবিতে কাজ করে বড় ব্রেক পেয়েছেন বলি অভিনেত্রী অদা শর্মা। যদিও এর আগে বেশ কিছু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে আসেনি সাফল্য।

The Kerala Story

বলিউড সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করার জন্য খুব একটা বেশি পারিশ্রমিক নেননি তারকারা। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন ‘১৯২০’ ছবির নায়িকা অদা শর্মা। জানা যাচ্ছে,  ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। এছাড়াও লভ্যাংশের কিছুটা অংশ অভিনেত্রীকে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।

Adha Sharma

এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন সনিয়া বালানি। পর্দায় তাঁকে দেখা গেছে আসিফা চরিত্রে। এর আগে বড় পর্দায় কাজ না করলেও তিনি ছোট পর্দার পরিচিত মুখ। জানা যাচ্ছে, পারিশ্রমিক হিসেবে প্রায় ৩০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন সিদ্ধি ইদনানি। এই অভিনেত্রী তেলেগু এবং তামিল ভাষায় বেশ কয়েকটি ছবি করেছেন। তবে এই ছবির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৩০ লক্ষ টাকা।

সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেতা বিজয় আচার্যকে। প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অভিনেতা। অভিনেতা প্রণয় পাচাউরিকেও দেখা গেছে এই ছবিতে। এর আগেও বলিউডের একগুচ্ছ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এই ছবিতে কাজের জন্য তিনি পেয়েছেন ২০ লক্ষ টাকা পারিশ্রমিক। হিন্দি ধারাবাহিকে পরিচিত মুখ প্রণব মিশ্র। তাঁকেও দেখা গেছে এই ছবিতে। তাঁর পারিশ্রমিক ১৫ লাখ টাকা।

The Kerala Story

চলতি মাসের ৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় ছবি ‘দ্য কেরালা স্টোরি’। যদিও মুক্তির আগে থেকেই শুরু হয়েছিল নানান বিতর্ক। দেশের বিভিন্ন প্রান্তে এই ছবিকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। এমনকি এই ছবি নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গেও। তবে বিতর্ক যতই থাকুক। বক্স অফিসে একের পর এক নয়া রেকর্ড গড়ে চলেছে অদা শর্মা অভিনীত এই ছবি।

additiya

সম্পর্কিত খবর