বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ২০২৪-এর T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারত (India)। এমতাবস্থায়, ভারতীয় দলের (India National Cricket Team) এই ঐতিহাসিক সাফল্যের জন্য BCCI (Board of Control for Cricket in India)-এর তরফে ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এদিকে, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই সেক্ষেত্রে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের (Indian National Cricket Team) অধিনায়ক ছিলেন কপিল দেব (Kapil Dev)।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতার পরেই ভারতে ক্রমশ জনপ্রিয় হতে শুরু করে ক্রিকেট। সেই সময়ে ভারতীয় ক্রিকেটারদের তেমন আর্থিক সমৃদ্ধি না থাকলেও তখনকার দিনেও দেশের সবথেকে বিত্তবান মানুষদের তালিকায় ছিলেন কপিল দেব। প্রায় ৩০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কপিল দেব বিদায় নিলেও আজও তিনি দেশের সবথেকে বিত্তবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হন।
২০২৪ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, কপিল দেবের মোট সম্পত্তির পরিমাণ হল ৩০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যেটি প্রায় ২০০ কোটি টাকারও বেশি। বলা হয় যে, ১৯৮৩ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কপিল দেবকে “পুরস্কার” হিসেবে তৎকালীন সময়ে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। এখনকার সময়ে এই অর্থই বিপুল পরিমাণে দাঁড়াবে।
আরও পড়ুন: যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড় বিপদ! মহাকাশে গিয়ে প্রবল সঙ্কটে সুনিতা উইলিয়ামস, কেমন আছেন তিনি?
প্রতি বছর উপার্জন করেন ১২ কোটি টাকা: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, কপিল দেব প্রতি বছরে প্রায় ১২ কোটি টাকা উপার্জন করেন। অর্থাৎ, তাঁর মাসিক উপার্জনের পরিমাণ প্রায় ১ কোটি টাকা। তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত। এর পাশাপাশি বিভিন্ন নিউজ চ্যানেলের হয়ে টিভি শোগুলিতেও তাঁকে দেখতে পাওয়া যায়। এছাড়াও, বেশ কয়েকটি সম্প্রচারকারী সংস্থার হয়ে তিনি ধারাভাষ্যকারের কাজও করেছেন।
আরও পড়ুন: Jio, Airtel-এর মধ্যে কে দিচ্ছে সস্তায় বার্ষিক প্ল্যান? পকেটের টান এড়াতে এখনই নিন জেনে
জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর কপিল দেব ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও তিনি কাজ করেছেন। এদিকে, T20 ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ইভেন্ট IPL-এ তিনি ২০১২ সাল পর্যন্ত প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।