বাংলা হান্ট ডেস্ক: গত শনিবার অর্থাৎ ১২ এপ্রিল, ২০২৫ দিনটি প্রত্যেক মোহনবাগানের (Mohun Bagan Super Giant) সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ওই দিনেই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নপূরণ করেছে মোহনবাগান। গতবারে ফাইনালে এসেও একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি সবুজ মেরুন শিবির। কিন্তু এবারে সেই অধরা সাফল্যকেই আস্বাদন করলেন মোহনবাগান অনুরাগীরা। শুধু তাই নয়, পরপর ২ মাসে ২ টি বিরাট জয়ের সাক্ষী থাকলেন তাঁরা।
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল মোহনবাগান (Mohun Bagan Super Giant):
গত মার্চ মাসে ISL শিল্ডের পরে এবার ISL কাপ জিতে শনিবারের রাতটিকে অনুরাগীদের মনের মণিকোঠায় চিরন্তন করে রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি এবং পদক পাওয়ার পাশাপাশি আর্থিক পুরস্কারও পেয়েছে সবুজ মেরুন শিবির। এমতাবস্থায়, কত টাকা করে পেল চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
Bow down to the MIGHTY Mariners! ❤#MBSGBFC #ISL #LetsFootball #ISLFinal #ISLPlayoffs #MBSG | @mohunbagansg pic.twitter.com/C1eGs7e6ro
— Indian Super League (@IndSuperLeague) April 13, 2025
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শনিবারের ফাইনালে কিছুটা পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এবারের ISL-এ গ্রুপ পর্বে ২৪ টি ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শিল্ড জিতেছিল হোসে মোলিনোর দল। এই বিরাট সাফল্যের জন্য মিলেছিল সাড়ে ৩ কোটি টাকার আর্থিক পুরস্কার। এবারে ISL জিতেও কোটি কোটি টাকা পেল দল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ৬ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন মোহনবাগানের হাতে।
আরও পড়ুন: রাজ্যে লাগু হবে AFSPA? কেন্দ্রকে চিঠি দিলেন বিজেপি সাংসদ! জানেন কতটা শক্তিশালী এই আইন?
অর্থাৎ, পরপর এই ২ জয়ের মাধ্যমে মোট ৯.৫ কোটি টাকা পেয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এমতাবস্থায়, এই দলের এখন পরবর্তী লক্ষ্য হল সুপার কাপ জেতা।
আরও পড়ুন: দুর্নীতি ও ঋণ জালিয়াতির ঘটনায় বিরাট চাপে LDF সরকার! কেরালায় নির্বাচনে টিকতে পারবে CPM?
এদিকে, ISL-এর চূড়ান্ত ম্যাচে হেরে গেলেও রানার্স-আপ হিসেবে বেঙ্গালুরু এফসি পেয়েছে ৩ কোটি টাকা। এর পাশাপাশি সেমিফাইনালের দল হিসেবে এফসি গোয়া এবং জামশেদপুর এফসি ১.৫ কোটি টাকা করে পেয়েছে।