কোটি টাকার কমে পারিশ্রমিক নেন না, প্রথম দক্ষিণী ছবির জন‍্য কত চাইলেন সলমন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবিতে ডেবিউ করতে চলেছেন সলমন খান (Salman Khan)। সুপারস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। এ খবর আমরা আগেই দিয়েছিলাম। ইতিমধ‍্যেই টুইট করে সল্লু মিঞাকে দক্ষিণী ছবির দুনিয়ায় স্বাগত জানিয়েছেন চিরঞ্জিবী কোনিডেলা। এবার প্রকাশ‍্যে এল ছবিতে সলমনের পারিশ্রমিকের অঙ্ক।

এমনিতে বলিউডের সবথেকে দামী অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম সলমন। এক একটি ছবির জন‍্য কয়েক শো কোটি টাকার কমে পারিশ্রমিক নেন না তিনি। তেমনি ‘বিগ বস’ এর এক একটি পর্বের জন‍্যও বড় অঙ্কের টাকা নেন অভিনেতা। প্রথম দক্ষিণী ছবির জন‍্য কত টাকা দাবি করলেন সলমন?


জানলে অবাক হবেন, নিজের অভিষেক ছবির জন‍্য একটা টাকাও চাননি সলমন। প্রথমে অবশ‍্য বলিউডের ভাইজানকে বড়সড় অঙ্কের টাকাই দিতে চেয়েছিলেন ছবি নির্মাতারা। সূত্রের খবর মানলে ১৫-২০ কোটি টাকা পারিশ্রমিক দিতে রাজি ছিলেন তারা। কিন্তু প্রত‍্যাখ‍্যান করেন অভিনেতা নিজেই। জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করার জন‍্য এই একটি শর্তই দিয়েছেন সলমন। আসলে সুপারস্টার চিরঞ্জিবীর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সলমন নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁকে যদি টাকা নিতে জোর করা হয় তবে তিনি ছবি ছেড়ে বেরিয়ে যাবেন। উলটে তিনি চিরঞ্জিবীকে প্রশ্ন করেন, “আপনাকে যদি আমি বলতাম আমার ছবিতে অভিনয় করতে তবে কি আপনি টাকা নিতেন?” সলমনের এমন প্রশ্নে নাকি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন চিরঞ্জিবী।

সলমনের সঙ্গে প্রথম বার অভিনয় করতে পেরে খুশি চিরঞ্জিবীও। অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘গডফাদার ছবিতে স্বাগত ভাই সলমন খান। তোমার এনট্রি সবাইকে উত্তেজিত করে তুলেছে আর উন্মাদনা আরো বেড়ে গিয়েছে। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করে দারুন আনন্দ পেলাম। ছবিতে তোমার উপস্থিতি দর্শকদের মধ‍্যে জাদু ছড়িয়ে দেবে।’

সম্পর্কিত খবর

X