বাংলাহান্ট ডেস্ক : শনিবার থেকেই ফের শুরু হয়ে গিয়েছে ভারতে ক্রিকেটের ‘উৎসব’। সূচনা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এর। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ছিল আইপিএল এর সূচনা অনুষ্ঠান। আর সেখানেই বিশেষ পারফরম্যান্স ছিল শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)। প্রায় ১৫ মিনিটের লাইভ পারফরম্যান্সের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শ্রেয়া?
আইপিএল উদ্বোধনীতে শ্রেয়ার (Shreya Ghoshal) পারফরম্যান্স
এই মুহূর্তে ভারতীয় গায়ক গায়িকাদের মধ্যে চাহিদা তথা জনপ্রিয়তার দিক দিয়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাংলার মেয়ে শ্রেয়া তাঁর সুমধুর কণ্ঠে শুধু ভারতীয়দেরই নয়, মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন বিদেশিদেরও। প্রায়ই বিদেশের বিভিন্ন শহরে পারফর্ম করতে যান তিনি। কলকাতাতেও নিজের সুরের জাদুতে এক আলাদাই আমেজ তৈরি করেছিলেন শ্রেয়া (Shreya Ghoshal)।
কী গান করেন গায়িকা: এদিন ‘মা তুঝে সালাম’, ‘ওম শান্তি ওম’ এর মতো গান গাইতে শোনা যায় শ্রেয়াকে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, অনেক বড় বড় জায়গায় পারফর্ম করেছেন তিনি। কিন্তু এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শ্রেয়া (Shreya Ghoshal) বলেন, “আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। কারণ এটি ইডেন গার্ডেন। এটি কলকাতা। আমার ভারত”।
আরো পড়ুন : মোদীর সাথে বৈঠকের প্রস্তাবের মাঝেই চিন সফরে ইউনূস! ভারতের জন্য বাড়বে চাপ? মিলল আপডেট
কত টাকা নিলেন শ্রেয়া: সূত্রের খবর বলছে, ওয়ার্ল্ড টুরের জন্য প্রায় ১-৫ কোটি টাকা নিয়ে থাকেন শ্রেয়া (Shreya Ghoshal)। তবে আইপিএল এর সূচনা অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য তিনি নিয়েছেন আনুমানিক ২৫ লক্ষ টাকা। তবে শ্রেয়ার (Shreya Ghoshal) টিমের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
আরো পড়ুন : গদি হারাবেন হাসিনা, আগে থেকেই জানত ভারত? বাংলাদেশ নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন জয়শঙ্কর
এদিন শ্রেয়ার গান ছাড়াও ছিল দিশা পাটানি, করণ অউজলার পারফরম্যান্স। প্রথম ম্যাচে অবশ্য বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান স্বয়ং মাঠে উপস্থিত থেকেও জেতাতে পারেনি দলকে। পরবর্তীতে কেমন খেলে কেকেআর সেটাই দেখার।