বাংলা হান্ট ডেস্ক: রাজস্থান রয়্যালস দল ইতিমধ্যেই IPL ২০২৫ থেকে ছিটকে গিয়েছে। এমতাবস্থায়, গত ২০ মে ওই দল এই মরশুমের তার ১৪ তম এবং শেষ ম্যাচ খেলেছে। যার মাধ্যমে IPL-এর ১৮ তম মরশুমে রাজস্থানের সফর শেষ হয়েছে। এদিকে, গত মঙ্গলবার রাজস্থান চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি খেলেছিল। চলতি বছরের IPL-এ রাজস্থানের ১৪ বছর বয়সী তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন।
রানপিছু কত টাকা আয় করলেন বৈভব (Vaibhav Suryavanshi):
বৈভব (Vaibhav Suryavanshi) তাঁর অভিষেক মরশুম শেষ করেন একটি অসাধারণ হাফ-সেঞ্চুরি দিয়ে। ওই ইনিংসে ৩৩ বলে ৫৭ রান করেন তিনি। এদিকে, বৈভব এই মরশুমে কেবল রানই করেননি, পাশপাশি প্রচুর অর্থও আয় করেছেন। এমতাবস্থায়, চলুন জেনে নিই ২০২৫ সালের IPL থেকে বৈভব কত টাকা আয় করেছেন এবং প্রতিটি রানের জন্য তিনি কত টাকা পেয়েছেন।
প্রতি রানের জন্য কত টাকা পেয়েছেন তিনি: ২০২৫ সালের IPL-এর জন্য বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ১.১ কোটি টাকায় কেনে রাজস্থান রয়্যালস। তিনি পুরো মরশুম জুড়ে উপস্থিত ছিলেন। যার অর্থ বৈভব পুরো টাকা পাবেন। লিগ পর্বে তিনি ৭ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। IPL-এর নতুন নিয়ম অনুযায়ী, সেই সময়ে তাঁকে প্রতিটি ম্যাচের জন্য আলাদাভাবে ৭.৫ লক্ষ টাকা ফি দেওয়া হবে। এর মানে হল এইভাবে তিনি ৫২.৫ লক্ষ টাকা আয় করেছেন। এছাড়াও, তিনি একটি ম্যাচে “প্লেয়ার অফ দ্য ম্যাচ”-এর পুরস্কারও জিতেছেন। যার জন্য তিনি ১ লক্ষ টাকা পেয়েছেন।
আরও পড়ুন: ভারতের সম্পূর্ণভাবে সাক্ষর রাজ্যের তকমা পেল মিজোরাম, কীভাবে মিলল সাফল্য? জানালেন মুখ্যমন্ত্রী
এদিকে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) “স্ট্রাইকার অফ দ্য ম্যাচ”-এর পুরস্কারও পেয়েছেন। এর জন্য তিনি আরও ১ লক্ষ টাকা পান। এর মানে হল, IPL ২০২৫-কে বিদায় জানিয়ে তিনি মোট ১ কোটি ৬৪ লক্ষ ৫০ টাকা আয় করেছেন। যদি আমরা কেবল তাঁর চুক্তির কথা বলি, তাহলে সেই অনুযায়ী, বৈভব প্রতিটি রানের খরচ প্রায় ৪৩,৬৫০ টাকা। যদি আমরা সামগ্রিক আয়ের দিকে তাকাই, তাহলে সূর্যবংশী প্রতিটি রানের জন্য ৬৫,২৭৭ টাকা পেয়েছেন।
আরও পড়ুন: খুলে গেল মুখোশ! যুদ্ধের আবহে পাকিস্তানের হয়ে ভারতের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল চিন, প্রকাশ্যে রিপোর্ট
IPL ২০২৫-এ অসাধারণ পারফরম্যান্স: IPL ২০২৫-এ বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) পারফরম্যান্স ছিল অসাধারণ। এই মরশুমে তিনি মোট ৭ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৩৬ এভারেজে ২৫২ রান করেছেন। সেই সময় তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৬। বৈভবের ব্যাট থেকে ২৪ টি ছক্কা এবং ১৮ টি চার এসেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে IPL-এ অভিষেক হয় বৈভবের। ওই ম্যাচে তিনি ১৭০ স্ট্রাইক রেটে ২০ বলে ৩৪ রান করেন। নিজের তৃতীয় ম্যাচেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেন। ওই ইনিংসে বৈভব ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: