কত সম্পদের মালিক ভারতীয় মুসলিমরা? হিন্দুদের অবস্থাই বা কেমন? চমকে দেবে তথ্য

বাংলা হান্ট ডেস্ক : গত রবিবারই প্রচারে গিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বেনজির কটাক্ষ শানিয়ে তিনি বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে মা বোনদের মঙ্গলসূত্র, কানের দুল অবধি আস্ত থাকবেনা। সবটাই নিয়ে গিয়ে ভরে দেবে তাদের ঝুলিতে যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয়। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর কার্যত ক্ষোভে ফেঁটে পড়েছে রাহুল গান্ধীর দল। নির্বাচন কমিশনের নজর টাকারও কোনও কসরত বাকি রাখেনি তারা‌।

এইদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের স্বাধীনতার সময় মুসলিম লীগ যে ধরণের চিন্তা ভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারেও সেই ধরণের ভাবনা প্রতিফলিত হচ্ছে। মুসলিম লীগের আদলে তৈরি ইস্তেহারের সবর্ত্রই বামপন্থী ছাপ। রাহুল গান্ধীর দলের ইস্তেহারের পাতায় পাতায় ভারত ভাঙার মন্ত্রণা দেওয়া হয়েছে।’ এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি পুরনো মন্তব্য স্মরণ করিয়ে তিনি বলেন, ‘মনমোহন সিংয়ের সরকার বলেছিল, দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। তাহলে আপনারাই বুঝুন, মা-বোনেদের গয়না ওরা কাদের মধ্যে বিলিয়ে দেবে।’

মোদীর এই কংগ্রেস ব্যাশিং-র পর থেকেই প্রশ্ন উঠেছে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কাদের কাছে ঠিক কত টাকার সম্পদ রয়েছে? যদিও এই বিষয়ে কোনও সাম্প্রতিক তথ্য নেই। তবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দলিত স্টাডিজের পক্ষ থেকে ICSSR-এর যৌথভাবে করা একটি সমীক্ষায় উঠে আসা তথ্য রয়েছে। উল্লেখ্য, এই সমীক্ষাটি করা হয় আজ থেকে বছর চারেক আগে ২০২০ সালে।

আরও পড়ুন : যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের! হঠাৎ কী হল? বিপাকে লক্ষ লক্ষ মানুষ

এই রিপোর্ট বলছে, ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সম্পদের মালিকানা রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে। দেশের ৪১ শতাংশ সম্পদ রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের কাছে। যেখানে অনগ্রসর শ্রেণির হিন্দু তথা ওবিসি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের দখলে রয়েছে ৩১ শতাংশ সম্পদ। অন্যদিকে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের হাতে রয়েছে ৮ শতাংশ সম্পদ এবং SC, ST-দের দখলে রয়েছে ৭.৩ এবং ৩.৭ শতাংশ সম্পদ।

আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর, মাত্র ২০ টাকাতেই মিলবে ভরপেট খাবার, দারুণ উদ্যোগ IRCTC-র

1 20240424 182424 0000

রিপোর্ট বলছে, দেশের উচ্চবর্ণের হিন্দু অধিকৃত মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৪৬ লক্ষ ৩৯ হাজার। যেখানে মুসলিমদের কাছে থাকা সম্পদের পরিমাণ প্রায় ২৮ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। মাথাপিছু গড় সম্পত্তির কথা বললে, হিন্দু উচ্চবর্ণের পরিবারপিছু গড় সম্পদের পরিমাণ ২৭.৭৩ লক্ষ টাকা। যেখানে মুসলিমদের গড় আয় ৯.৯৫ লক্ষ টাকা। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতির পরিবারপিছু আয় যথাক্রমে ৬.১২ এবং ৬.১৩ লক্ষ টাকা।

আরও পড়ুন : চরম তাপপ্রবাহের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের ১১ জেলায় জারি রেড অ্যালার্ট! ফের বৃষ্টি কবে? আবহাওয়ার খবর

এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে, দেশের বেশিরভাগ সম্পদ রয়েছে উচ্চবর্ণ হিন্দুদের হাতেই। তবে এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে, ২০১১ সালের একটি রিপোর্ট অনুযায়ী, কেবলমাত্র ওয়াকফ বোর্ডের হাতেই রয়েছে ১.২ লক্ষ কোটি টাকা। বিগত এক দশকে সেই পরিমাণ আরও বেড়েছে বৈ কমেনি। উল্লেখ্য যে, এই বিপুল সম্পদের উপর দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষদের কোনও অধিকার নেই। এই বিপুল অঙ্কের সম্পদ ব্যয় হয় দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের জন্যই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর