IPL এ কারা পেলেন কত কোটি টাকা, দেখে নিন CSK এবং KKR এর পুরস্কার মূল্য

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় সর্বাধিক আইপিএল ট্রফি শিকারি দল হিসেবে শুক্রবার নিজেদের চতুর্থ ট্রফি জয় করেছে ধোনির সিএসকে। অন্যদিকে মর্গ্যানদের কাছে তৃতীয়বার ট্রফি জয়ের সুযোগ ছিল ঠিকই কিন্তু কাল মাঠে কার্যত কলকাতার অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিছুই চোখে পড়েনি। দুবাইতে হলুদ আর্মিই ছিল সর্বদা শিখরে। আসুন দেখে নেওয়া যাক ম্যাচ জিতে কোন দল পকেটস্থ করল কত পুরস্কার।

চতুর্থ বার আইপিএল ট্রফি জয়ী মহেন্দ্র সিং ধোনির সিএসকে কাল অর্জন করল কুড়ি কোটি টাকার আর্থিক পুরস্কার। একইসঙ্গে রানার্সআপ হিসেবে ১২.৫ কোটি টাকার আর্থিক পুরস্কার পেল মর্গ্যান বাহিনী। সিএসকের হয়ে সবথেকে বেশি রান সংগ্রহ করা রুতুরাজ গায়কোয়াড় পেলেন অরেঞ্জ ক্যাপ। কমলা টুপির অধিকারী রুতুরাজ এবারের আইপিএল মরশুমে সংগ্রহ করেছিলেন ৬৩৫ রান। একইসঙ্গে সবথেকে কম বয়সে এই পুরস্কার জিতে নিয়েও বিরল রেকর্ড গড়লেন তিনি।

জানিয়ে রাখি, একইসঙ্গে এবারের আইপিএলে ইমার্জিং খেলোয়াড়ের খেতাবও জিতে নিলেন তিনিই। যার ফলে রুতুরাজের পকেটস্থ হল কুড়ি লক্ষ টাকা। টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী শুধু নয়, এবার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীও ছিলেন ধোনির দলেই। ৬৩৩ রান করে রুতুরাজের ঠিক পিছনেই এবার রয়েছেন ডুপ্লেসি। অন্যদিকে বেগুনি টুপি জিতে নিলেন আরেক তরুণ প্রতিভা হর্ষল প্যাটেল। এবারের আইপিএলে মোট ৩২ টি উইকেট তুলে নিয়ে আরসিবিকে প্লে-অফে পৌঁছাতে সাহায্য করেছিলেন তিনি।

জানিয়ে রাখি, সিএসকের এই জয়ের ফলে তারা যেমন পরিণত হল দ্বিতীয় সর্বোচ্চ আইপিএল ট্রফি শিকারীতে, তেমনি মুম্বাই এবং সিএসকের পর এই তালিকায় রয়েছে কেকেআরই। ২০১২ এবং ২০১৪ সালে দু-দু বার আইপিএল ট্রফি ক্যাবিনেট বন্দি করেছিল তারা। এছাড়া একবার করে এই ট্রফি জয় করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, ডেকান চার্জার্স এবং রাজস্থান রয়েলস। দিল্লি, ব্যাঙ্গালোর এবং পাঞ্জাবের ভাগ্য এখনও খোলেনি আশা করা যায় আগামী দিনের সোনালি ট্রাফিক ছুঁয়ে দেখবেন তারাও।

 

X