দুই স্ত্রী, তিন সন্তান, রয়েছে এক প্রেমিকাও! আমিরের সম্পত্তির পরিমাণ কত জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে তিনি পরিচিত ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে। যদিও কেরিয়ারে পারফেকশন ধরে রাখতে পারলেও ব্যক্তিগত জীবনে ততটা সফল হতে পারেননি আমির খান (Aamir Khan)। একাধিক বার সম্পর্কে জড়িয়েছেন তিনি। দুবার বসেছেন বিয়ের পিঁড়িতে। কিন্তু ভেঙে গিয়েছে দুটি বিয়েই। বর্তমানে ৬০ এ পৌঁছে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Aamir Khan)

মাঝে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ালেও সম্প্রতি আমির (Aamir Khan) স্পষ্ট করেছেন, বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি বিগত এক বছর ধরে। অন্যদিকে দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে আমিরের। দুই স্ত্রীয়ের সঙ্গে তিন সন্তান রয়েছে অভিনেতার। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে, বিপুল সম্পত্তির ভাগ কীভাবে করবেন আমির (Aamir Khan)?

How much property does aamir khan own

বিপুল সম্পত্তির মালিক অভিনেতা: এমনিতে সাধারণ জীবনযাপনে বিশ্বাসী হলেও আমিরের (Aamir Khan) সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। বলিউডে দীর্ঘদিনের কেরিয়ার আমিরের। ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা তিনি। একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে বিপুল সম্পত্তি বানিয়েছেন অভিনেতা। সূত্রের খবর বলছে, প্রায় ১৮৬২ কোটি টাকার সম্পত্তির মালিক আমির (Aamir Khan)।

আরো পড়ুন : ছিঃ! জঙ্গি নিধন করতে গিয়ে নির্বিচারে হত্যা নিরীহদের, পাকিস্তান যা করল….

কী কী রয়েছে: অভিনেতার কোটি কোটি টাকার সম্পত্তির মধ্যে অন্যতম তাঁর বান্দ্রার বিলাসবহুল বাড়ি। পাঁচ হাজার বর্গফুটের এই বাড়িটি সমুদ্রমুখী। এখানেই রয়েছে আমিরের অফিস তথা প্রযোজনা সংস্থা। বর্তমানে প্রায় ৬০ কোটি টাকা দাম এই বাড়ির। এছাড়াও ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস অঞ্চলে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে আমিরের (Aamir Khan)। অত্যন্ত অভিজাত এই অঞ্চলে আমিরের বাড়িটির দাম প্রায় ৭৫ কোটি টাকা।

আরো পড়ুন : নির্বাচনের আগে বড় চমক! কাকে করা হবে বিহারের মুখ্যমন্ত্রী? ইঙ্গিত দিলেন স্বয়ং অমিত শাহ

এছাড়াও মহারাষ্ট্রের পঞ্চগনিতে একটি বাড়ি রয়েছে আমিরের। মাঝে মাঝেই সপরিবারে এই বাড়িতে সময় কাটাতে যান তিনি। ২ একর জমিতে তৈরি বাগানবাড়িটির দাম প্রায় ৭ কোটি টাকা। এছাড়াও প্রায় ১০ কোটি টাকার একটি মার্সিডিজ বেঞ্জ এবং প্রায় ৭ কোটি টাকার রোলস রয়েস ঘোস্ট গাড়িও রয়েছে আমিরের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X