ক্রিকেটার থেকে সঞ্চালক, আয়করই দেন কোটির উপরে! কত সম্পত্তির মালিক সৌরভ, জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যতই ট্রোল হন না কেন, বাঙালির গৌরবময় ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অবদান যে অনস্বীকার্য তা মানবেন অনেকেই। তিনি বাঙালির ‘মহারাজ’। ভারতীয় ক্রিকেটকে সাফল্যের নতুন শিখরে তুলেছিল সৌরভের নেতৃত্ব। বাইশ গজে স্মরণীয় কেরিয়ারের পর বর্তমানে বিনোদন জগতের দিকে ঝুঁকতে দেখা গিয়েছে তাঁকে। ‘দাদাগিরি’র সঞ্চালনা থেকে বিভিন্ন বিজ্ঞাপনে মুখ দেখাতেও দেখা যায় সৌরভকে (Sourav Ganguly)। পাশাপাশি নিজস্ব ব্যবসা রয়েছে তাঁর। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়েছেন নতুন দায়িত্ব। কত আয় সৌরভের? সম্প্রতি আয়কর দিতে গিয়ে ফাঁস হল পরিমাণ।

ধনী তালিকায় উপরের দিকে নাম সৌরভের (Sourav Ganguly)

ভারতীয় ক্রিকেটের সবথেকে ধনী ক্রিকেটারদের তালিকাতেই নাম আসে সৌরভের (Sourav Ganguly)। বেহালায় তাঁর পেল্লা সুদৃশ্য অট্টালিকা দেখেছেন অনেকেই। আয়ের একাধিক উৎস রয়েছে সৌরভের (Sourav Ganguly)। দীর্ঘ ক্রিকেট জীবনে মোটা অঙ্কের টাকা আয় করেছেন তিনি। বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়ার পর বর্তমানে ক্রিকেট থেকে খানিক দূরত্ব বেড়েছে তাও। তবে আরো একাধিক ক্ষেত্রে মনোনিবেশ করেছেন সৌরভ।

আরো পড়ুন : অশান্ত সময়ে পরিবারে লক্ষ্মীর আগমন, একরত্তি মেয়ের কী নাম রাখলেন দীপিকা!

একাধিক ক্ষেত্রে রয়েছে উপার্জনের উৎস

ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফল তিনি। বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। এর মধ্যে রয়েছে পুমা, অজন্তা শু, আদানি গ্রুপ, ফরচুন অয়েল, জেএসডব্লিউ, ক্যাপ্টেন টিএমটি বার, মাই ১১ সার্কেল এর মতো নামী ব্র্যান্ড। পাশাপাশি এডুকেশন অ্যাপ, টেলিভিশন শো থেকেও প্রচুর অর্থ উপার্জন করে থাকেন সৌরভ (Sourav Ganguly)।

আরো পড়ুন : পর্দায় ভাঙতে বসেছে দাম্পত্য, বাস্তবে এই অভিনেতাকে মন দিলেন ‘রাই’ আরাত্রিকা!

কত টাকার সম্পত্তি সৌরভের

বিগত দশ বছর ধরে দাদাগিরির সঞ্চালনা করে আসছেন সৌরভ (Sourav Ganguly)। সঞ্চালক হিসেবে যথেষ্ট সফল তিনি। রিপোর্ট অনুযায়ী, দাদাগিরির এপিসোড পিছু মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ২৩ কোটি টাকা আয়কর দিয়েছেন সৌরভ। জানা যাচ্ছে, আনুমানিক ৭০০ কোটি টাকা সম্পত্তির মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় একজন প্রথিতযশা নৃত্যশিল্পী। নিজস্ব নাচের স্কুল রয়েছে তাঁর। মেয়ে সানা লন্ডনে কর্মরত।

Sourav Ganguly

সম্প্রতি আরজিকর কাণ্ডে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে আমজনতার তীব্র রোষের মুখে পড়েছিলেন সৌরভ। শুনতে হয়েছিল ‘চটিচাটা’ কটাক্ষ। শেষমেষ স্ত্রী ডোনার নাচের স্কুলের তরফে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সৌরভ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর