অবিশ্বাস্য পারিশ্রমিক! প্রত্যেকটা ছবিতে সুচিত্রা যা কামাতেন….. পিছিয়ে পড়তেন স্বয়ং মহানায়কও

বাংলা হান্ট ডেস্ক : যেমন অসাধারণ ব্যক্তিত্ব, তেমনই নিখুঁত অভিনয়। বাঙালির কাছে আজও তিনি ‘মহানায়িকা’। সুচিত্রা সেনের (Suchitra Sen) সেই মুক্তোঝরা হাসি আজও ভোলেনি বাংলা সিনেমাপ্রেমীরা। একসময় তাঁকে দেখেই ‘আভিজাত্য’ শব্দটার মানে বুঝতে শিখেছিলেন বাঙালি মেয়েরা। তাঁর মতো এত বড় মাপের অভিনেত্রীকে কাছ থেকে দেখা কিংবা ছোঁয়া সম্ভব ছিল না কোনোটাই। তাই দূর থেকেই বড়পর্দায় তাঁকে দেখার জন্য সিনেমাহলে ভীড় জমাতেন হাজার হাজার ভক্ত। তাই আজও সুচিত্রা সেনই (Suchitra Sen) বাঙালির কাছে একমাত্র ‘মহানায়িকা’।

সিনেমা পিছু কত পারিশ্রমিক নিতেন সুচিত্রা সেন (Suchitra Sen)

মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) সাথে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। বাংলা সিনেমা জগতে অতীতে অনেক জুটি এসেছেন, ভবিষ্যতেও আসবেন কিন্তু মৃত্যুর এত বছর পরেও দর্শকদের কাছে আজও ‘এভারগ্রীন’ উত্তম-সুচিত্রা জুটি। এই জুটির রসায়ন ফিকে হবেনা কোনোদিন।

   

সকলেই জানেন এখনকার দিনে বিনোদন জগতের তারকাদের পারিশ্রমিক হয় আকাশ ছোঁয়া। তাই অনেকের মনেই প্রশ্ন আসে তাহলে তখনকার যুগে এত জনপ্রিয় তারকা হয়ে উত্তম কুমার আর সুচিত্রা সেন (Suchitra Sen) তাঁদের  সিনেমা পিছু কত পারিশ্রমিক পেতেন? সূত্রের খবর তখনকার দিনের বাজার দর হিসেবে অনেক বেশিই পারিশ্রমিক পেতেন উত্তম কুমার, সুচিত্রা সেন (Suchitra Sen)।

কিন্তু জানলে অবাক হবেন সেই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার স্বর্ণযুগের এই অভিনেত্রী উত্তম কুমারের থেকেও বেশি পারিশ্রমিক পেতেন সেই সময়। যা শুনলে চোখ কপালে উঠবে যে কারও। জানা যায় প্রত্যেকটা সিনেমার জন্য তিনি যে পারিশ্রমিক নিতেন তা নাকি এখনকার বাজারদর হিসাবে ৭০ থেকে ৮০ লক্ষ টাকারও বেশি।

আরও পড়ুন :  বাংলা ছেড়ে সোজা বলিউড! ‘পাগলপ্রেমী’ আদৃতের ঝুলিতে এবার বিরাট সাফল্য

যদিও ঠিক কত টাকা পারিশ্রমিক সুচিত্রা সেন সেসময় পেতেন তা জানা যায়নি। কিন্তু তখনকার দিনে প্রত্যেক বাংলা সিনেমা পিছু ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন সুচিত্রা সেন। তবে জানা যায় এই পারিশ্রমিক তিনি পেতেন তাঁর  অভিনয় জীবনের শুরুর দিকে। তাহলে ভাবুন তো  জনপ্রিয়তা পাওয়ার পর তাঁর পারিশ্রমিক না জানি কত টাকা ছিল! শোনা যায় তখনকার দিনের বাংলা সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন সুচিত্রা সেন।

Suchitra Sen

প্রথম কয়েকটা সিনেমা করার পর জনপ্রিয়তা মিলতেই একলাফে পারিশ্রমিক বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছিলেন সুচিত্রা সেন। তখনকার দিনের এক লক্ষ টাকা মানে এখন কত হতে পারে তা ভাবলেই অবাক লাগে। শোনা যায়,‘গৃহদাহ’ এবং ‘দত্তা’ ছবির জন্য নাকি ১ লক্ষ ২৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মহানায়িকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর