বাংলাহান্ট ডেস্ক : সদ্যই মিটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে গো হারান হারিয়ে ফের আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ম্যাজিক ফিগার ছুঁয়ে সমস্ত বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত করে দিয়েছেন ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। শুভেচ্ছা বার্তা গিয়েছে ভারত থেকেও। ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ট্রাম্পের (Donald Trump) ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্ট পদে আবারো শপথ নেবেন তিনি।
কমলা হ্যারিসের বদলে ট্রাম্পে (Donald Trump) ভরসা আমেরিকা বাসীর
আবারো ডোনাল্ড ট্রাম্পকেই (Donald Trump) প্রেসিডেন্ট নির্বাচিত করল মার্কিন জনগণ। গত বারের থেকেও বেশি মোট ৩১২ টি আসন দখল করেছে রিপাবলিকানরা। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প (Donald Trump)। তবে জানেন কী, কত টাকা বেতন পান মার্কিন প্রেসিডেন্ট? সঙ্গে আর কী কী সুযোগ সুবিধা পাবেন তিনি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বা কী কী সুবিধা পেয়ে থাকেন?
কী কী সুবিধা পান নরেন্দ্র মোদী: জানিয়ে রাখি, তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী বেতন পাচ্ছেন প্রায় ১৯ লক্ষ ৯২ হাজার টাকা। বেতন কাঠামো ভাগ করলে দাঁড়ায় সংসদীয় ভাতা ৪৫ হাজার টাকা, ব্যয় ভাতা ৩ হাজার টাকা, রোজের ভাতা ২ হাজার টাকা এবং মূল বেতন ৫০ হাজার টাকা। এছাড়াও ৭ লোককল্যাণ মার্গের বাসস্থান পেয়ে থাকেন প্রধানমন্ত্রী। সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বে থাকা এয়ার ইন্ডিয়া ওয়ান পেয়ে থাকেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর নিরাপত্তা সুনিশ্চিত করে দেশের অন্যতম এলিট নিরাপত্তা ইউনিট স্পেশাল প্রোটেকশন গ্রুপ। প্রধানমন্ত্রীর নিরাপত্তাই তাঁদের কাছে প্রধান কর্তব্য।
আরো পড়ুন : এবার ঘুম উড়বে জঙ্গিদের! ৪ ইঞ্চির এই ব্রহ্মাস্ত্রেই বাজিমাত করছে ভারতীয় সেনা, অবাক করবে বিশেষত্ব
কত টাকা বেতন পাবেন ডোনাল্ড ট্রাম্প: নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মূল বেতন হবে ৩ কোটি ৩৭ লক্ষ ৫৩ হাজার টাকা। এছাড়াও থাকছে একগুচ্ছ ভাতার ব্যবস্থা। পোশাক ও অন্যান্য ভাতা হিসেবে ৪২ লক্ষ টাকা, বিনোদন ভাতা হিসেবে ১৬ লক্ষ টাকা পাবেন তিনি।
আরো পড়ুন : দুই সহকর্মীর ভুল বোঝাবুঝিতে মর্মান্তিক মৃত্যু! বিহারের স্টেশনে কী ঘটেছিল শনিবার? জানলে শিউরে উঠবেন
এখানেই শেষ নয়। প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউস মেরামতি এবং সাজানোর জন্য পাবেন ৮৪ লক্ষ টাকা। ভ্রমণ বা ট্রাভেল ভাতাও ৮৪ লক্ষ টাকা। জানিয়ে রাখি, এই সবকিছুই করমুক্ত। এছাড়াও ট্রাম্পের জন্য থাকছে একগুচ্ছ বিলাসবহুল লিমুজিন, এয়ার ফোর্স ওয়ান, মেরিন ওয়ান এবং ২৪ ঘন্টার জন্য নিরাপত্তারক্ষীও।