বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে জি বাংলার যে সিরিয়াল গুলি (Serial) লাগাতার ভালো নম্বর পেয়ে টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছে তাদের মধ্যে ‘ফুলকি’র নাম না করলেই নয়। দেখতে দেখতে আড়াই বছর কাটিয়ে ফেলা ফুলকি এখনো পর্যন্ত ঝোড়ো ব্যাটিং করে চলেছে। বরাবর প্রথম দশেই জায়গা বজায় রাখে এই মেগা। দর্শকরাও ঢালাও ভালোবাসা দিয়ে আসছে ফুলকিকে।
টিআরপি ভালো থাকে ফুলকির (Serial)
শ্বাসকষ্টের সমস্যা নিয়েও বক্সিং শিখতে চায় ফুলকি, এমনি গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল (Serial)। লম্বা পথ পেরিয়ে ফুলকি এখনো বেশ নামী বক্সার। ‘স্যার’ রোহিতও তাকে চোখে হারায়। তবে জামাইবাবু অর্থাৎ রুদ্ররূপ স্যান্যালের মুখোশ সবার সামনে খোলা এখনো বাকি রয়েছে। সিরিয়ালটি (Serial) যেভাবে পরপর উত্তেজনা বজায় রেখে টানটান এপিসোড উপহার দিচ্ছে, সেই কারণেই টিআরপিও থাকে চড়া।
এখনো পড়াশোনা চলছে দিব্যানীর: জানলে অবাক হবেন, ফুলকি ওরফে দিব্যানী মণ্ডলের এটাই প্রথম সিরিয়াল (Serial)। আর প্রথম সিরিয়ালেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। অথচ তাঁর বয়সও নেহাতই কম। এখনো পড়াশোনাও শেষ হয়নি দিব্যানীর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন তিনি।
আরো পড়ুন : জিভে জল আনা ফুচকা থেকে ভাইরাল “উজ্জ্বলদার বিরিয়ানি”! কী কী ছিল জি সোনার সংসারের মেনুতে?
কত পারিশ্রমিক পান অভিনেত্রী: বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফুলকি সিরিয়ালে (Serial) বর্তমানে প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা পারিশ্রমিক পান দিব্যানী। ছোটপর্দার অভিনেত্রীদের তালিকায় পারিশ্রমিকের নিরিখে তিনি দশম স্থানে রয়েছেন বলে জানা যায়। প্রথম দিকে নাকি ৬০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন অভিনেত্রী। তবে সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিক।
আরও পড়ুন : এই ৩ “টোটকা”তেই এক মাস ধরে TRP শীর্ষে! সাফল্যের সিক্রেট ফাঁস করলেন “টপার” মেগার নায়ক
টিআরপি তুঙ্গে থাকলেও জি বাংলা সোনার সংসারে ফুলকি যথাযোগ্য কদর পায়নি বলে অভিযোগ করেছিলেন দর্শকদের একাংশ। শুধু মাত্র সেরা বউ এর পুরস্কার পেয়েছে ফুলকি। সেরা বর হয়েছে রোহিত। কিন্তু সেরা জুটি থেকে সেরা সিরিয়াল, কোনো পপুলার ক্যাটেগরিতেই জায়গা হয়নি ফুলকির।