ফের প্রেসিডেন্ট ট্রাম্প! পাবেন কোটি কোটি টাকা বেতন, সাথে রয়েছে ভাতাও, পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: ২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কিন্তু, ২০২৪ সালে নয়া ইতিহাস তৈরি করলেন তিনি। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে ফের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পেলেন ট্রাম্প। এমতাবস্থায়, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি কত বেতন পাবেন? পাশাপাশি কি কি সুযোগ-সুবিধাই পাবেন তিনি? সামনে এসেছে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। যেগুলি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

কত বেতন পাবেন ট্রাম্প (Donald Trump):

প্রথমেই জানিয়ে রাখি যে, আমেরিকার সংবিধান অনুযায়ী ওই দেশের সর্বময় কর্তা হিসেবে বিবেচিত হন প্রেসিডেন্ট। যার ফলে অন্যান্যদের তুলনায় তাঁর বেতনের পরিমাণও হয় যথেষ্ট বেশি। পরিসংখ্যান অনুযায়ী যেখানে আমেরিকার সাধারণ নাগরিকদের গড় বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৩৭.৪১ লক্ষ টাকা। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বেতন হিসেবে পাবেন বার্ষিক ৩ কোটি ৩৬ লক্ষ টাকা।

How much salary will Donald Trump get as president.

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে রাজকীয় জীবনযাপনের ক্ষেত্রেও কোনও খামতি থাকবেনা। বিজনেস ইনসাইডারের একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চাইলেই হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজাতে পারবেন। এর জন্য বরাদ্দ রয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ লক্ষ টাকা।

আরও পড়ুন: হিন্দি নয়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে স্থান পেল বাংলা ভাষা! কারণ জানলে হবেন গর্বিত

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল বিপুল, বেতনের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্টের জন্য নির্ধারিত থাকে পৃথক পৃথক ভাতাও। সেক্ষেত্রে বিনোদন এবং ভ্রমণের জন্য বরাদ্দ রয়েছে অর্থ। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প (Donald Trump) বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ বাবদ পাবেন যথাক্রমে ৮৪ লক্ষ এবং ১৬ লক্ষ টাকা। এর পাশাপাশি অন্যান্য খরচ বাবদ মিলবে আরও ৪২ লক্ষ টাকা। সামগ্রিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কোষাগার থেকে বরাদ্দ করা হবে বার্ষিক ৪ কোটি ৭৮ লক্ষ টাকা।

আরও পড়ুন: “আমেরিকার স্বর্ণযুগ আসছে….”, প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিরাট ঘোষণা ট্রাম্পের

মিলবে অন্যান্য সুবিধা: এর পাশাপাশি জানিয়ে রাখি যে, ট্রাম্প (Donald Trump) আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এছাড়াও, বার্ষিক পেনশন হিসেবে মিলবে বছরে ১.৫ কোটি টাকারও বেশি। এদিকে, রাষ্ট্রপতির নিরাপত্তার দিকটিকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প যাতায়াতের জন্য পাবেন একাধিক বিলাসবহুল গাড়ি এবং বিমান। লিমুজিন থেকে শুরু করে দ্য বিস্ট, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ানের মতো গাড়ি এবং বিমানে চেপেই সফর করবেন ট্রাম্প।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর